shono
Advertisement

Breaking News

দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার চালকের পচাগলা দেহ, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

ছিনতাইয়ে বাধা পেয়েই চালককে খুন বলে অনুমান৷ The post দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার চালকের পচাগলা দেহ, চাঞ্চল্য উলুবেড়িয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:15 PM Jun 04, 2018Updated: 04:44 PM Jun 04, 2018

অরিজিৎ গুপ্ত: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল৷ সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা৷ ট্রাকের বন্ধ কেবিন থেকে চালকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ৷ এখনও মৃতের পরিচয় জানা যায়নি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার উলুবেড়িয়ায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছিনতাইয়ে বাধা পেয়েই চালককে খুন করেছে দুষ্কৃতীরা৷

Advertisement

[ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু, পুলিশ ভ্যান নয়ানজুলিতে ফেলল উত্তেজিত জনতা]

রাতভর উলুবেড়িয়ায় ৬ নং জাতীয় সড়কে ট্রাক চলাচলের বিরাম নেই৷ অনেকে আবার রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রামও করে নেন৷ কিন্তু, রবিবার রাতে যা ঘটল, তাতে আতঙ্কিত উলুবেড়িয়ার খলিসানি মোড় এলাকার বাসিন্দারা৷ ঘড়িতে তখন রাত ১২টা৷  প্রচণ্ড দুর্গন্ধে সে সময় ভরে ওঠে এলাকা৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া খলিসানি মোড়ে দাঁড়িয়েছিল একটি ট্রাক৷ সেই ট্রাক থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল৷ সন্দেহ হওয়ায় পুলিশের টহলদারি দলকে খবর দেন তাঁরা৷ ওই ট্রাকের বন্ধ কেবিন থেকে চালকের পচাগলা দেহ উদ্ধার হয়৷

[বিরিয়ানির দাম চাওয়ায় ব্যবসায়ীকে গুলি করে খুন, গ্রেপ্তার মূল অভিযু্ক্ত]

জানা গিয়েছে, ওই ট্রাকটির মালিকের বাড়ি কলকাতায়৷ তিনি পুলিশকে জানিয়েছেন, দিন চারেক আগে ট্রাকটি মাল খালাস করতে গিয়েছিল মেদিনীপুরে৷ কিন্তু, আর ফেরেনি৷ নিখোঁজ ট্রাক ও চালকের সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হন ট্রাকমালিক৷ অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয় পুলিশ৷ উলুবেড়িয়া-সহ হাওড়ার বেশ কয়েকটি থানাকে সতর্ক করে দেওয়া হয়৷ শেষপর্যন্ত, রবিবার রাতে উলুবেড়িয়া খলিসানি মোড়ে ট্রাকটির সন্ধান মিলল৷ বন্ধ কেবিন থেকে চালকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, মেদিনীপুর থেকে ফেরার পথে উলুবেড়িয়া খলিসানি মোড়ে ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করে দুষ্কৃতীরা৷ বাধা দিয়েছিলেন চালক৷ তাই তাঁকে খুন করেছে দুষ্কৃতীরা৷ তবে মৃতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ৷ ট্রাক ও চালককে শনাক্ত করার জন্য পুলিশ ট্রাক মালিককে ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে ট্রাকের ভিতরে চালককে খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

[এবার প্রকাশ্য ইদের নমাজ পড়বেন বর্ধমানের মহিলারা

The post দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উদ্ধার চালকের পচাগলা দেহ, চাঞ্চল্য উলুবেড়িয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement