shono
Advertisement

দফায় দফায় বোমাবাজি, অস্ত্র হাতে দাপাদাপি দুষ্কৃতীদের, ফের উত্তপ্ত ভাটপাড়া

ভাটপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে চলছে শাসক-বিরোধী তরজা।
Posted: 09:29 AM Sep 15, 2021Updated: 10:22 AM Sep 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির কাছে বোমবাজির রাতেই ফের উত্তপ্ত ভাটপাড়া। দফায় দফায় বোমাবাজি, অস্ত্র হাতে এলাকায় দাপাদাপি দুষ্কৃতীদের। বোমাবাজিতে জখম এক যুবক। বন্দুকের বাঁটের ঘায়ে আরেক যুবক জখম হয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভাটপাড়ার কলাবাগান তিন নম্বর গেট এলাকায় ফের দুষ্কৃতী দৌরাত্ম্য শুরু হয়। অভিযোগ, মহম্মদ সোনুর নেতৃত্বে একদল আচমকা এলাকায় বোমাবাজি চালায়। তাতেই জখম হন এক ব্যক্তি। বিষ্ণুদেব যাদব নামে ওই ব্যক্তি স্থানীয় এলাকার বাসিন্দা। দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে এক ব্যক্তিকে আঘাত করে। ওই দু’জন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি। তাঁদের দু’জনের চোটাঘাত বেশ গুরুতর।

[আরও পড়ুন: কবি সুভাষ অবধি যাবে না সব মেট্রো, বুধবার থেকেই কার্যকর নয়া নিয়ম]

চলতি মাসের শুরুতেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া এলাকা। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়া হয়। সেভাবে কোনও ক্ষতি না হলেও, বাড়ির দেওয়ালে হামলার চিহ্ন ছিল স্পষ্ট। ঘটনার জেরে মাঝরাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশের এলাকায়। সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, শুধু তাঁর বাড়িই নয়, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেন বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ।

ইতিমধ্যেই বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনের বোমাবাজির ঘটনার তদন্তে এনআইএ। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সোমবারই ওই ঘটনায় মামলা রুজু করেছে তদন্তকারী সংস্থা। এবিষয়ে ইতিমধ্যেই সাংসদ পুত্র পবন সিংয়ের সঙ্গে ফোনে এবিষয়ে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা। তারই মাঝে মঙ্গলবার সকালে অর্জুন সিংয়ের বাড়ির কাছে মজদুর ভবন সংলগ্ন এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ায়। সেই অশান্তির রেশ কাটতে না কাটতেই রাতের ভাটপাড়ায় ফের দুষ্কৃতী দৌরাত্ম্য।

[আরও পড়ুন: Manike Mage Hithe গানেই সুপারহিট! জানেন YouTube থেকে গায়িকা ইয়োহানির রোজগার কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার