shono
Advertisement
Bomb Blast

ভুট্টার জমিতে লুকিয়ে বোমা! ঘাস কাটতে গিয়ে বিস্ফোরণে জখম ২ নাবালক

ঘাসজমির আশপাশে আরও বোমা লুকনো রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে নামে বম্ব স্কোয়াড।
Published By: Sucheta SenguptaPosted: 02:51 PM Feb 06, 2025Updated: 02:54 PM Feb 06, 2025

বাবুল হক, মালদহ: ভুট্টার জমিতে মৃত্যুফাঁদের মতো লুকিয়ে রাখা হয়েছিল বোমা। না জেনে সেখানে ঘাস কাটতে গিয়েই নেমে এল বিপদ। আচমকা বোমা ফেটে গুরুতর জখম হল দুই নাবালক। মালদহের রতুয়া থানা এলাকার হলদিবাড়ির এই ঘটনায় তুমুল আতঙ্ক। বোমা বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। জখম একজনের বয়স ৯ বছর, অপরজন ১৩ বছরের। উভয়ের শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার দুপুরের দিকে চাঁদমুণি-২ নং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকার সামির আখতার ও মহম্মদ ইমতিয়াজ গিয়েছিল ভুট্টার জমিতে ঘাস কাটতে। সামিরের বয়স ১৩ বছর, ইমতিয়াজ ৯ বছরের। জমি তাদের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে। ঘাস কাটতে কাটতে আচমকাই জমিতে লুকনো বোমা ফেটে যায়। গুরুতর আহত হয় দুজন। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, দুজন জখম অবস্থায় জমিতে পড়ে আছে। তাদের দ্রুত উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে চাষের জমিতে বোমা বিস্ফোরণের খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কী উদ্দেশ্যে ভুট্টার জমির মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের জমিতে আর কোথাও কোনও বোমা রয়েছে কি না, তা খুঁজে দেখছে বম্ব স্কোয়াডের একটি দল। বারবার মালদহে এধরনের ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। কেন তা সত্ত্বেও নিরাপত্তা জোরদার করা যাচ্ছে না, তা নিয়ে ক্ষুব্ধ আমজনতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মালদহের রতুয়ায় বোমা বিস্ফোরণে জখম ২ নাবালক।
  • ভুট্টা চাষের জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে বিপত্তি।
  • কে বা কারা, কী উদ্দেশ্যে ঘাসের জমিতেৈ বোমা লুকিয়ে রেখেছিল, খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement