shono
Advertisement
Suri

কেনার নামে হাতিয়ে জিভের তলায় লুকিয়ে রেখেছিলেন সোনার দুল, আংটি! শেষরক্ষা হল না, শ্রীঘরে শাশুড়ি-বউমা

ধৃত দুই মহিলা পাশের রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা।
Published By: Suhrid DasPosted: 06:00 PM Mar 10, 2025Updated: 06:00 PM Mar 10, 2025

নন্দন দত্ত, সিউড়ি: দোকানদারের সঙ্গে ঝামেলার মধ্যে হাতিয়ে নেওয়া হচ্ছিল সোনার আংটি, কানের দুল। অলঙ্কার কিনবেন না বলে খদ্দেররা বেরিয়েও যেতে চেয়েছিলেন। তখন দোকানি লক্ষ্য করেন বেশ কয়েকটি কানের দুল, আংটি গায়েব। শেষপর্যন্ত পুলিশ ডাকা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই চক্ষুচড়কগাছ সোনার দোকানির। দেখা যায়, মাঝবয়সি মহিলা গয়না দেখার অছিলায় কানের দুল, আংটি মুখের ভিতর ঢুকিয়ে নিচ্ছেন।

Advertisement

চাঞ্চল্যকর ঘটনাটি বীরভূমের সিউড়ির বাজারপাড়া এলাকায়। চুরির অভিযোগে শাশুড়ি কল্যাণী গড়াই ও তাঁর পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা ঝাড়খণ্ডের হকিকতপুর এলাকার বাসিন্দা। দুজন সোমবার বেলায় সিউড়ি বাজারের ওই সোনার দোকানে গয়না কিনতে গিয়েছিলেন। ছোট আকারের দামী কানের দুল, আংটি তাঁরা দেখতে চান। সেই মতো দোকানি তাঁদের সেসব দেখাচ্ছিলেন। এর মধ্যেই দোকানির সঙ্গে জিনিস দেখা নিয়ে তাঁদের বিবাদ হয়। তাঁরা দোকান থেকে বেরিয়ে যেতে চান।

তখন দোকানিরা দেখেন, কম করে সাত-আটটি সোনার গয়না পাওয়া যাচ্ছে না। এদিকে ওই দুই মহিলা দোকান ছাড়তে ব্যস্ত হয়ে উঠেছেন। সিউড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে সেখানেই জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু গয়না নেওয়া কথা তাঁরা মানতে চাননি। শেষপর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক হন সকলে। দেখা যায়, কল্যাণী গড়াই দুল, আংটি হাতিয়ে সোজা মুখের ভিতর চালান করছেন। এরপর মহিলা পুলিশ তাঁর মুখ খুলিয়ে জিভের তলা থেকে উদ্ধার করে গয়না। জুতো থেকেও মিলেছে কানের দুল। সাত-আটটি গয়না তাঁরা হাতিয়ে যাওয়ার ছক করেছিলেন।

পুলিশ তাঁদের দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা কি এভাবেই সোনার দোকানে চুরি করেন? আর কোথায় কোথায় এমন ঘটনা ঘটেছে? খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দোকানদারের সঙ্গে ঝামেলার মধ্যে হাতিয়ে নেওয়া হচ্ছিল সোনার আংটি, কানের দুল।
  • অলঙ্কার কিনবেন না বলে খদ্দেররা বেরিয়েও যেতে চেয়েছিলেন।
  • তখন দোকানি লক্ষ্য করেন বেশ কয়েকটি কানের দুল, আংটি গায়েব।
Advertisement