shono
Advertisement

পিকনিক করতে গিয়ে খালে সাঁতার কাটাই কাল! জলে ডুবে মৃত্যু ২ যুবকের

এখনও ওই খালে তলিয়ে যাওয়া এক যুবকের খোঁজে চলছে জোর তল্লাশি। The post পিকনিক করতে গিয়ে খালে সাঁতার কাটাই কাল! জলে ডুবে মৃত্যু ২ যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:16 AM Dec 29, 2019Updated: 02:56 PM Dec 29, 2019

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পিকনিক করতে গিয়ে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কাতারডাঙা গ্রাম লাগোয়া কেঠিয়া খালে ডুবে মৃত্যু দুই যুবকের। খাল থেকেই তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনের দেহের খোঁজে এখনও চলছে তল্লাশি। শনিবার দুপুরে মোট আট বন্ধু মিলে পিকনিক করতে গিয়েছিলেন তাঁরা।  বিকেল থেকেই নিখোঁজ হয়ে যান তিনজন। কেঠিয়া খাল থেকে তাঁদের পোশাকও উদ্ধার করা হয়েছে। রাত হয়ে যাওয়ায় থমকে যায় উদ্ধারকাজ। রবিবার সকালে ফের উদ্ধারকাজ শুরু হলেই মেলে দেহ। 

বিভিন্ন স্কুল-কলেজে চলছে শীতের ছুটি। শীতের রোদে গা গরম করতে বেশিরভাগ মানুষই বেড়িয়ে পড়ছেন পিকনিকে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কাতারডাঙা গ্রাম লাগোয়া কেঠিয়া খালেও হুজুগে মানুষের ভিড়। শনিবার সেই হুজুগেই গা ভাসিয়ে কেঠিয়া খালের ধারে পিকনিক করতে যান ৮ যুবক। সারাদিন খেলাধূলা, খাওয়াদাওয়া করে দিব্যি মজায় দিন কাটান তাঁরা। বিকেলের পর হঠাৎই ওই যুবকদলের মধ্যে থাকা তিনজন নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ওই যুবকেরা হলেন অর্ক রায়, শোভনকান্তি রায়, শুভজিৎ মঙ্গল। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো আশেপাশে কোথাও ঘুরছেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তাঁদের খোঁজ মেলেনি। দুশ্চিন্তা করতে শুরু করেন ওই যুবকদের পাঁচ বন্ধু। শুরু হয় খোঁজাখুঁজি। তবে তাতেও তাঁদের পাওয়া যায়নি। কিন্তু স্থানীয় কেঠিয়া খাল থেকে ওই তিন যুবকের পোশাক পাওয়া যায়। তাই অনেকেই সন্দেহ করেন হয়তো খালে স্নান বা সাঁতার কাটতে নেমে তলিয়ে গিয়েছেন তাঁরা। তাই প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয় বেশ কয়েকজন খালে নেমে পড়েন। শুরু হয় তাঁদের খোঁজাখুঁজি। তবে সন্ধে পর্যন্ত কেঠিয়া খালে ওই তিনজনের খোঁজ মেলেনি।

Advertisement

[আরও পড়ুন: মাঝরাস্তায় তরুণীর উপর যৌন নির্যাতন, ভিডিও ভাইরাল হতেই পুলিশি তৎপরতায় আটক অভিযুক্ত]

খবর দেওয়া হয় চন্দ্রকোণা টাউন থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। অর্ক রায়, শোভনকান্তি রায়, শুভজিৎ মঙ্গল নামে ওই তিন যুবকের খোঁজখবর শুরু করে। তবে শনিবার রাত হয়ে যাওয়ায় খালে তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়। রবিবার সকালে আবারও ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় অর্ক রায় এবং শোভনকান্তি রায়ের দেহ। এখনও পর্যন্ত শুভজিৎ মঙ্গলের দেহের খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ তিন যুবকের বাড়ি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরের জাড়া গ্রাম। পুলিশের দাবি,  কেঠিয়া খালে স্নান করতে নেমে কোনওভাবে খালের জলে তলিয়ে যায় তিন যুবক। এই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। 

The post পিকনিক করতে গিয়ে খালে সাঁতার কাটাই কাল! জলে ডুবে মৃত্যু ২ যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার