shono
Advertisement

প্রার্থীর দেখা নেই কাঁটাতারের ওপারের গ্রামাঞ্চলে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

নির্বাচনে উত্তাপহীন হিলি সীমান্তের ১১টি গ্রাম, নেই দেওয়াল লিখনও৷ The post প্রার্থীর দেখা নেই কাঁটাতারের ওপারের গ্রামাঞ্চলে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:43 PM Apr 16, 2019Updated: 05:43 PM Apr 16, 2019

রাজা দাস, বালুরঘাট: দেখা নেই কোনও রাজনৈতিক দলের প্রার্থীর৷ বরাবরের মত এবারও নিজেদের অভাব-অভিযোগ-না পাওয়ার কথা প্রকাশ করতে পারছেন না গ্রামবাসীরা৷ লোকসভা ভোটের মুখে তাতেই ক্ষোভ বাড়ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডের একাধিক গ্রামে।

Advertisement

দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে রয়েছে ২৫২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে এখনও প্রায় ৩২ কিলোমিটার এলাকায় কাঁটাতারহীন৷ কোথাও বাঁশের বাখারি দিয়ে নামমাত্র সীমান্ত টেনে দেওয়া হয়েছে৷ আবার কোথাও তা সম্পূর্ণ উন্মুক্ত৷ হিলি থানা এলাকার অন্তর্গত কাঁটাতারের ওপারে হাঁড়িপুকুর, উজাল, উচা গোবিন্দপুর, শ্রীকৃষ্ণপুর-সহ মোট ১১টি ভারতীয় গ্রাম রয়েছে। ১০ হাজারের বেশি ভোটার রয়েছে এই গ্রামগুলিতে। কাঁটাতারের ওপারে একটি  বুথ রয়েছে শ্রীকৃষ্ণপুরে। আন্তর্জাতিক জটিলতার কারণে এখানকার গ্রামবাসীরা নানা সমস্যায় জর্জরিত৷ একমাত্র ভোট এলেই তাঁদের মনে একটু আশার আলো জ্বলে ওঠে৷ এবারের হয়তো প্রার্থীরা তাঁদের কথা শুনবেন৷ ভোটে জিতে জনপ্রতিনিধি হয়ে দূর করবেন সমস্যা৷ তবে এবার সেই আশা কতটা পূরণ হবে, তা নিয়ে তাঁরা নিজেরাই সন্দিহান।

  [আরও পড়ুন : প্রচার বিতর্কে বাংলাদেশের অভিনেতা ফিরদৌস, তদন্ত কমিটি গড়ল স্বরাষ্ট্রমন্ত্রক]

আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। হাতে আর মাত্র কয়েকদিন৷ নাওয়াখাওয়া বাদ দিয়ে দিনরাত প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীই। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এদিক-ওদিকে যাচ্ছেন হেভিওয়েট নেতা, মন্ত্রীরা। জেলাজুড়ে প্রচারে পারদ চরমে৷ কিন্তু এর ঠিক উলটো চিত্র কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের এই ১১টি গ্রামে৷ এখানে ভোটের কোনও উত্তেজনাই টের পাওয়া যায় না৷ প্রচারও প্রায় নেই বললেই চলে৷ এখনও পর্যন্ত কোনও দলের প্রার্থীদের দেখা যায়নি কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ডে পা রাখতে৷ প্রার্থীরা অন্তত একবার  এলে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারতেন বলে দাবি এলাকার বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই আক্ষেপ হাঁড়িপুকুর-সহ কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের ওই গ্রামগুলিতে। গ্রামবাসী রবিউল ইসলাম, নির্মল কুমার সিংহদের অভিযোগ, এখনও তাঁদের এলাকায় কোনও প্রার্থী প্রচারে আসেননি। ফলে চোখে পড়ে না দেওয়াল লিখন থেকে ফ্লেক্স– কোনও কিছুই৷ প্রচার করছে নিচুতলার কর্মী, সমর্থকরা৷ তবে তাঁদের কাছে তো সমস্যার কথা বলে বিশেষ লাভ হয় না৷

                                                   [আরও পড়ুন : ‘জনগণের দরকার, নতুন সরকার’, দিল্লিতে বদলের ডাক মুখ্যমন্ত্রীর]

এই এলাকায় রাস্তা ও জলের সমস্যা সবচেয়ে বড়। বিদ্যুতের সমস্যা ছিল, তবে তা মিটে গিয়েছে কয়েক বছর আগেই। দায় এড়িয়ে বাম, বিজেপি ও তৃণমূল প্রার্থীদের অনেকেই অবশ্য জানিয়েছেন, লোকসভা কেন্দ্র অনেক বড় হওয়ায় সব জায়গায় যাওয়ার মতো সময় থাকে না। তবে দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তের গ্রামগুলিতে তাঁরা প্রচারে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন৷

ছবি: রতন দে

The post প্রার্থীর দেখা নেই কাঁটাতারের ওপারের গ্রামাঞ্চলে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement