সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের সফরের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার সোদপুর। অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি পৌঁছনোর আগেই কালো পতাকা নিয়ে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপির কর্মী-সমর্থকরা। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এদিনের পরিস্থিতির জেরে বাতিল হয়ে গিয়েছে দিলীপ ঘোষের সফর।
শনিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে সোদপুর যাওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের। অভিযোগ, সাংসদ পৌঁছনোর আগেই কালো পতাকা নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। স্লোগানও তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মী-সমর্থকরা। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক। ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। পুলিশের সামনেও চলে সংঘর্ষ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মীরা। এরপর নামানো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।
[আরও পড়ুন: বাংলার উপনির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির কারণ জানতে চাইলেন শাহ]
এদিনের ঘটনার জেরে বাতিল হয়ে যায় দিলীপ ঘোষের সফর। বিজেপির রাজ্য সভাপতি জানান, “বারবার বিভিন্ন জায়গায় তৃণমূল বাহিনী বিজেপির কর্মী-সমর্থকদের উপর আক্রমণ করছে। বারবার পুলিশকে সঙ্গে নিয়ে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল। আজ আমার সোদপুরে যাওয়ার কথা ছিল, তা জেনে তৃণমূল এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করে। যার ফলে সফর বাতিল করতে বাধ্য হয়েছি।” যদিও দিলীপ ঘোষের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁর কথায়, তৃণমূল কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। বিজেপি ইচ্ছাকৃত তৃণমূলের নামে অপপ্রচার করছে। ঘটনার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও এখনও থমথমে এলাকা।
[আরও পড়ুন: কেন্দ্রীয় পরিদর্শকদের জন্য হাসপাতালের ছাদেই রান্নাবান্না, জোর বিতর্ক কাটোয়ায়]
The post দিলীপ ঘোষের সফর ঘিরে তৃণমূলের বিক্ষোভ, রণক্ষেত্র সোদপুর appeared first on Sangbad Pratidin.
