shono
Advertisement

লক্ষ্য মেরুকরণ, এবার তিনদিন জন্মাষ্টমী পালনের ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের

রাজ্যজুড়ে হবে দেড় হাজারের মতো অনুষ্ঠান, পাঁচশো শোভাযাত্রা৷ The post লক্ষ্য মেরুকরণ, এবার তিনদিন জন্মাষ্টমী পালনের ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:58 PM Jul 31, 2019Updated: 01:08 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন নয়, মেরুকরণের স্বার্থে এবার গোটা রাজ্যে তিনদিন জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ৷ শ্রীকৃষ্ণের জন্মদিন পালনে আগেরবার যেখানে ৭০০টির মতো অনুষ্ঠানের আয়োজন করেছি্ল সংগঠনটি, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে দেড় হাজারেরও বেশি৷ সূত্রের খবর, বড় ধরনের অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে ছোট ও মাঝারি আকারের আয়োজনের পরিসংখ্যান৷ বাড়ছে শোভাযাত্রার সংখ্যাও৷

Advertisement

[ আরও পড়ুন: সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার ]

ভিএইচপি সূত্রে খবর, আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট যথাক্রমে রাজ্যজুড়ে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান করতে চাইছে তাঁরা৷ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচশোটি ছোট-বড়-মাঝারি শোভাযাত্রা৷ এর কারণ, হিসাবে তাঁদের শক্তিবৃদ্ধিকেই মান্যতা দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ কর্তারা৷ তাঁদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এ রাজ্যে হিন্দুদের সংগঠিত হতে দেখা গিয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে কোনও কোনও ক্ষেত্রে এর ছাপ পড়লেও, লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গিয়েছে৷ সেই সংখ্যাগরিষ্ঠ শ্রেণিকে একজোট রাখতেই এই প্রচেষ্টা বলে মত সংগঠনের৷ রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে ভিএইচপির অভিযোগ, তৃণমূল শাসনে রাজ্যে বাড়তে শুরু
করেছে জেহাদি কার্যকলাপ, হিন্দুদের উপর অত্যাচার এবং সংখ্যালঘু তোষণ। সেজন্যই হিন্দু সমাজকে সংগঠিত হওয়ার ডাক দিয়েছে সংগঠনটি৷ তাই জন্মাষ্টমীর দিন পুজার্চনা, সেমিনার ও শোভাযাত্রার সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত সংগঠনের৷

[ আরও পড়ুন: পুজো কমিটির দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত রাসবিহারী অ্যাভিনিউ ]

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই রাজ্যজুড়ে বেড়েছে গেরুয়া শিবিরের প্রভাব৷ রামনবমী থেকে শুরু করে জন্মাষ্টমী ও হনুমান জয়ন্তী, গোটা রাজ্যে এই ধরনের অনুষ্ঠান পালনের বহর বেড়েছে৷ হয়েছে অস্ত্র মিছিল৷ ক্ষমতা বাড়িয়েছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ যার প্রমাণ পাওয়া গিয়েছে লোকসভা নির্বাচনে৷ এক ধাক্কায় দুই থেকে এরাজ্যে বিজেপির আসন সংখ্যা আঠারোতে পৌঁছে গিয়েছে৷ এবার বিজেপির লক্ষ্য ২০২১-এর বিধানসভা৷ 

The post লক্ষ্য মেরুকরণ, এবার তিনদিন জন্মাষ্টমী পালনের ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement