সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ‘কোমরিয়া করে লাপালপ, ললিপপ লাগেলু…’, আবার কখনও বা হিন্দি সুপারহিট ‘মশালা’ গানে অঙ্গভঙ্গী করে নাচ। আর মঞ্চের এরকম চটুল নাচই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ছাত্রছাত্রীরা। মুর্শিদাবাদের এক কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ঠিক এরকমই দৃশ্য দেখা দিল। যে ভিডিও প্রকাশ্যে আসতেই আপত্তি তুলেছেন স্থানীয়রা।
মুর্শিদাবাদের বেলডাঙ্গা শিউনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ। সেখানেই বুধবার আয়োজিত হয়েছিল নবীনবরণ অনুষ্ঠান। কলেজ প্রাঙ্গনেই সাজানো হয়েছিল মঞ্চ। নবীনবরণ উপলক্ষে স্বাভাবিকবশতই উন্মাদনায় ফুটছিল কলেজপড়ুয়ারা। বুধবার দুপুর নাগাদ কলেজ চত্বরে সেই ‘ফ্রেশার্স ওয়েলকাম’ অনুষ্ঠান শুরু হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেই মঞ্চে বেজে উঠল ‘মশালা মুভি’র হিট সব গান। আর সেই সঙ্গে কলেজ পড়ুয়াদের চটুল নাচের পারফরম্যান্স। যা সেখানে উপস্থিত অনেকেই উপভোগ করলেও ছাত্রদের একাংশ বিরোধীতা করেছে। খবর প্রকাশ্যে আসতেই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চটুল নাচের নিন্দায় মুখর হয়েছেন স্থানীয় সংস্কৃতিমনস্কদের একাংশ।
তা এমন ঘটনায় কী বলছে কলেজ কর্তৃপক্ষ? সূত্রের খবর, চটুল নাচের কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে বেলডাঙ্গা শিউনারায়ণ কলেজ কর্তৃপক্ষ। তবে প্রথমটায় বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ সরাসরি মুখ খুলতে চায়নি। কিন্তু, ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে তদন্তের জন্য এক কমিটি গঠন করা হয়েছে। আভ্যন্তরীণ তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে কলেজ সূত্রে। শিক্ষা প্রতিষ্ঠানে চটুল নাচের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এই ঘটনা দেখা গিয়েছে। এটি যেন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যার বিরুদ্ধে রাজ্যের সংস্কৃতিমনস্করা একাধিকবার বিভিন্নভাবে সরব হয়েছেন। তবে, হেরফের কিছুই হয়নি।
[আরও পড়ুন: শিক্ষক দিবসে স্কুল ও কলেজে চটুল নাচ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]
প্রথম বর্ষের পড়ুয়াদের অভ্যর্থনা জানানোর জন্য বুধবার বেলডাঙার শিউনারায়ণ কলেজে ‘ফ্রেশার্স ওয়েলকাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চটুল নাচেরও আযোজন করা হয়েছিল। প্রকাশ্যে আসা ভিডিওতে কলেজের প্রথম বর্ষের পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য ছাত্রদেরও চটুল নাচের সঙ্গে তাল মেলাতে দেখা গিয়েছে।
[আরও পড়ুন: সাহিত্য মেলার মঞ্চে চটুল নাচ, বিভূতি স্মরণে অপসংস্কৃতির নজির বনগাঁয়]
The post নবীনবরণ অনুষ্ঠানে চটুল নাচ, বিতর্কে বেলডাঙার কলেজ appeared first on Sangbad Pratidin.
