shono
Advertisement

সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ক্ষোভ চরমে, দল ছাড়ার হুঁশিয়ারি বিজেপি নেতাদের

স্থানীয় প্রার্থীর দাবিতে একজোট জেলা, মণ্ডল, এমনকী বুথ কমিটির নেতারাও। The post সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ক্ষোভ চরমে, দল ছাড়ার হুঁশিয়ারি বিজেপি নেতাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:15 PM Mar 20, 2019Updated: 03:15 PM Mar 20, 2019

বিপ্লবচন্দ্র দত্ত ও রাজা দাস:  তৃণমূল প্রার্থীরা যখন লোকসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন, তখন সম্ভাব্য প্রার্থীকে নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে পদ্মশিবিরে। বহিরাগত নয়, দলের স্থানীয় নেতাদেরই প্রার্থী করার দাবিতে সরব বিজেপির জেলা, মণ্ডল, এমনকী বুথ কমিটির নেতারাও।

Advertisement

[ তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারলে মিলবে পুরস্কার, ঘোষণা আসানসোলের মেয়রের]

কয়েক মাস আগেই নদিয়ার মাজদিয়ায় নিজের পাড়ায় খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। রানাঘাট লোকসভা কেন্দ্রে তাঁর স্ত্রী রূপালি বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে যিনি সিপিএম প্রার্থী হয়েছেন, তিনিও মহিলা। বিজেপিও রানাঘাটে একজন মহিলাকেই প্রার্থী করতে চাইছে বলে শোনা যাচ্ছে। কিন্তু প্রার্থী কে হবেন? এখনও পর্যন্ত যা খবর, দুটি নাম নিয়েই আলোচনা চলছে। একজন অর্চনা মজুমদার, আর এক বিভা মজুমদার। অর্চনাদেবী পেশায় চিকিৎসক, কলকাতায় থাকেন। গেরুয়া শিবিরের অন্দরে তিনি মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা যথেষ্টই। শোনা যাচ্ছে, অর্চনাদেবী নাকি এখন দিল্লিতে। যদি রানাঘাটে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হন, তাহলে কলকাতায় ফিরবেন। অন্যদিকে রাজ্যের পরিচিত বিজেপি নেত্রী বিভা মজুমদারও। গতবার বিধানসভা ভোটে বনগাঁ মহকুমার বাগদা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু, এদের কাউকেই প্রার্থী হিসেবে মানতে নারাজ রানাঘাট লোকসভা কেন্দ্রে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। রানাঘাটে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিতে রীতিমতো একজোট জেলা, মণ্ডল, এমনকী বুথ কমিটির নেতারাও। তাঁদের একটাই দাবি, জেলায় দলের সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এমন কাউকেই রানাঘাটে কেন্দ্রে প্রার্থী করা হোক। জানা গিয়েছে, রানাঘাটে দলের কার্যালয়ে বৈঠক করেছেন বিজেপির স্থানীয় নেতা ও কর্মীরা। রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে নিজেদের দাবি জানিয়ে দিয়েছেন তাঁরা। নদিয়ায় বিজেপি সাংগঠনিক সভাপতি জগন্নাথ সরকার অবশ্য বলছেন, প্রার্থী নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের দাবি থাকতেই পারে। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রেও দলের সম্ভাব্য প্রার্থীকে নিয়ে ক্ষুদ্ধ বিজেপি স্থানীয় নেতা-কর্মীরা। ক্ষোভ এতটাই যে, এক রাজ্য নেতাকে প্রার্থী করা হলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা। শোনা যাচ্ছে, জেলা তো বটেই, বালুরঘাটের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিজেপির কয়েকজন রাজ্য নেতাও। গতবার বালুরঘাটে প্রার্থী হয়েছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরি। এবারেও যেমন প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে এসেছে, তেমনি আবার নীলাঞ্জন রায়ের নামও শোনা যাচ্ছে। সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন নীলাঞ্জন রায়।

[ দোলেও রাজনীতির রং, ভোটের মুখে দেদার বিকোচ্ছে মোদি-মমতার মুখোশ

The post সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ক্ষোভ চরমে, দল ছাড়ার হুঁশিয়ারি বিজেপি নেতাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement