সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির ওড়িশা সফরের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা যাওয়ার কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতেই কলিঙ্গে যাচ্ছেন মমতা। আগামী মঙ্গলবার ওড়িশা যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওড়িশা সফর শেষ হচ্ছে। প্রধানমন্ত্রীর ওড়িশা সফর শেষ হওয়ার একদিন পরই বাংলার মুখ্যমন্ত্রী সেখানে যাওয়া কর্মসূচি স্থির করায় অনেকেই এর মধ্যে রাজনৈতিক অঙ্ক খুঁজছিলেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দেন, অসুস্থ সুদীপবাবুকে দেখতেই ভুবনেশ্বর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজই ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক শেষ হয়েছে৷ প্রকাশ্য সভায় বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঠিক তার একদিন পরেই মমতার কলিঙ্গভূমে যাওয়া অন্য রাজনৈতিক মাত্রা পেয়ে গিয়েছে৷ তবে এই সফরে মমতার এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মসূচি নেই৷ বহুদিন ধরে শ্রীক্ষেত্রে আসার ইচ্ছা মুখ্যমন্ত্রীর৷ কিন্তু সময় আর হয়ে ওঠে না৷ পুরীর মন্দিরের দ্বৈতাপতির ডাক রয়েছে৷ তাই এই সফরে সব ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রীর জগন্নাথ দর্শনও সম্পন্ন হতে পারে৷
[Snapchat সিইও-র বক্তব্যকেই সমর্থন আলিয়ার]
চিট ফান্ড মামলায় সিবিআই গ্রেপ্তার করে কলকাতা উত্তরের সাংসদকে৷ কৃষ্ণনগরের সাংসদ তাপস পালকেও রোজভ্যালি কাণ্ডে হেফাজতে নেয় সিবিআই৷ গ্রেপ্তারের পরই দু’জনকেই নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের সংশোধনাগারে৷ এখন কারও জামিন মঞ্জুর হয়নি৷ সুদীপবাবু এমনিই অসুস্থ৷ জেলবন্দি অবস্থায় তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে৷ তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন৷ সম্প্রতি তাঁকে দেখতে যান পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী৷ তাঁর ভগ্ন স্বাস্থ্যের ছবি তুলে এনে নেত্রীকে দেখান৷ জানা গিয়েছে, তা দেখে ক্ষোভে ফেটে পড়েন নেত্রী৷ মমতা আগেই অভিযোগ করেছিলেন, যেহেতু সংসদে নোটবন্দি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লোকসভার দলনেতা সুদীপ, সেই জন্যই তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন৷ প্রথম থেকেই দল সুদীপবাবুর পাশে ছিল৷ তাঁর মুক্তির দাবিতে আন্দোলনও চলছে৷ এবার স্বয়ং নেত্রী তাঁকে দেখতে ভুবনেশ্বরের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্তকে খুব বড় বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তবে এমন একটি সময় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন যখন বিজেপির সব নেতা ভুবনেশ্বরে৷ এবং উত্তরপ্রদেশের পর বাংলা ও ওড়িশাকে কীভাবে দখলে আনা যায় তার ছক কষছে গেরুয়া বাহিনী৷
The post রাজনৈতিক কর্মসূচি নয়, সুদীপকে দেখতেই ওড়িশায় মমতা: পার্থ appeared first on Sangbad Pratidin.
