shono
Advertisement

ভোটের আগে বিস্ফোরণ কাঁকসায়, অভিযোগ ঘিরে বিজেপি তৃণমূলে চাপানউতোর

দুর্ঘটনাগ্রস্ত দোকান দুটিতেই বসতেন বিজেপি কর্মীরা। The post ভোটের আগে বিস্ফোরণ কাঁকসায়, অভিযোগ ঘিরে বিজেপি তৃণমূলে চাপানউতোর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 PM May 12, 2018Updated: 08:59 PM May 12, 2018

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের আগে শক্তিশালী বোমা বিস্ফোরণ পশ্চিম বর্ধমানের কাঁকসায়৷ সঙ্গে একটি দোকানে ভাঙচুরেরও ঘটনা ঘটে বলে অভিযোগ৷ কাঁকসার বিরুডিহায় পলাশডাঙায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Advertisement

[ কর্মী আবাসনে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, জলপাইগুড়িতে চাঞ্চল্য ]

শনিবার সকালে বিস্ফোরণের ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে৷ শুক্রবার মাঝরাতে একটি চায়ের দোকানের সামনে শক্তিশালী বোমা ফাটে৷ দোকানের মালিক রাজু ঘরামির অভিযোগ, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন৷ তবুও তাঁর দোকানে কারা কেন বোমা ফেলল তা তিনি বুঝে উঠতে পারছেন না৷  অভিযোগ, চায়ের দোকানের পাশেই একটি মুদিখানার দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা৷ দোকান মালিক রিনা চৌধুরি জানান, “দোকান খুলতে এসে দেখি দোকানের ছাদ ভাঙা৷ জানলা ভেঙে দোকানের সমস্ত জিনিস নষ্ট করে দিয়েছে৷”

[ দিদির টানেই জীর্ণ স্কুলের ভোলবদল ভাইয়ের, নাচে-গানে ধন্যবাদ পড়ুয়াদের ]

খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা ঘটনাস্থলে আসেন৷ তিনি বলেন, “এই দু’টি দোকানে বিজেপির কর্মী সমর্থকরা অবসর সময়ে বসে থাকেন৷ এই কারণেই তৃণমূলী গুন্ডারা  তাণ্ডব চালিয়েছে৷ অযথা ভিতি প্রর্দশন করতেই এটা করা হয়েছে৷” ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও এলাকায় যান৷ এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন তাঁরা৷ ক্ষতিগ্রস্তদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়৷  ঘটনার তীব্র নিন্দা করে বিদায়ী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবদাস বক্সি জানান, “গোটা ঘটনাটাই সাজানো হয়েছে শাসকদলকে বদনাম করতে৷ তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নন৷ ভোটের আগে সন্ত্রাসের আবহাওয়া তৈরির চেষ্টা করছে বিজেপি৷”

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাদানে ব্যবহৃত বিস্ফোরক ব্যবহার করা হয়েছে৷ তার নমুনা সকালেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ঘটনাস্থলে৷ সেই নমুনা সংগ্রহ করে নিয়ে তদন্ত শুরু করেছে কাঁকসা থানা৷

The post ভোটের আগে বিস্ফোরণ কাঁকসায়, অভিযোগ ঘিরে বিজেপি তৃণমূলে চাপানউতোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement