shono
Advertisement

লঙ্কা গুঁড়ো আর ভোজালি নিয়ে বুথে হামলার চেষ্টা কাঁথিতে, অভিযোগের তির বিজেপির দিকে

গ্রেপ্তার দুই মহিলা-সব মোট পাঁচজন৷ The post লঙ্কা গুঁড়ো আর ভোজালি নিয়ে বুথে হামলার চেষ্টা কাঁথিতে, অভিযোগের তির বিজেপির দিকে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:37 PM May 14, 2018Updated: 12:56 PM May 14, 2018

রঞ্জন মহাপাত্র, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটে বুথে হামলার ছক৷ হাতিয়ার লঙ্কা গুঁড়ো আর ভোজালি৷ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ২ মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতেরা বিজেপি সমর্থক বলে অভিযোগ৷

Advertisement

[পঞ্চায়েতের বলি তৃণমূল কর্মী, কুলতলিতে গুলি করে খুন]

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট মোটের উপর শান্তিপূর্ণই বলা চলে৷ কিন্তু, অশান্ত দক্ষিণবঙ্গ৷ এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে পাঁচজনের৷ তবে সকাল থেকে পূর্ব মেদিনীপুরে বড় কোনও অশান্তির খবর মেলেনি৷ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল কাঁথির ১ নম্বর ব্লকের সিরিয়া ১৪৯ নম্বর বুথেও৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলার দিকে জামার ভিতর ভোজালি নিয়ে ওই বুথে ঢোকার চেষ্টা করেন এক যুবক৷ সতর্ক ছিলেন বুথের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা৷ বাধা দিলে, ওই যুবকের সঙ্গে পুলিশকর্মীদের ধস্তাধস্তি হয়৷ শেষপর্যন্ত পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ তবে তাঁর সঙ্গী অন্য এক যুবক ধরা পড়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ওই যুবকের পকেটে লঙ্কা গুঁড়ো ছিল৷ ওই দুই যুবক লঙ্কা গুঁড়ো ও ভোজালি নিয়ে কাঁথির ১ নম্বর ব্লকের সিরিয়া ১৪৯ বুথে হামলার ছক কষেছিল৷ এদিকে, এই ঘটনার পর আবার ওই বুথে হাজির হন আরও বেশ কয়েকজন৷ পুলিশের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি হয়৷ গ্রেপ্তার করা হয় ২ মহিলা-সহ ৩ জনকে৷ কাঁথি থানার নিয়ে যাওয়ার সময়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা অভিযুক্তদের ছিনতাই করার চেষ্টা করেন বলে অভিযোগ৷ কিন্তু, পুলিশের গাড়ি চালকের উপস্থিত বুদ্ধিতে সেই ছকও বানচাল হয়ে যায়৷

[বুথের মধ্যেই আক্রান্ত বিজেপির মহিলা প্রার্থী, শাড়ি ছেঁড়ার অভিযোগ]

কাঁথি ১ নম্বর ব্লকের সিরিয়া ১৪৯ নম্বর বুথে প্রার্থী দিয়েছে তৃণমূল৷ দলের প্রতীকে প্রার্থী না দিলেও, বিজেপির সমর্থন পেয়েছেন এক নির্দল প্রার্থী৷ এই বুথে ভোটের লড়াই দ্বিমুখী৷ অভিযোগ, ভোজালি ও লঙ্কা গুঁড়ো নিয়ে হামলা ছক কষেছিল বিজেপি৷ ধৃতের সকলেই গেরুয়া শিবিরের লোক৷

[জলপাইগুড়িতে দাউদাউ করে জ্বলল ব্যালট, রাজারহাটে ভেজানো হল জল ঢেলে]

The post লঙ্কা গুঁড়ো আর ভোজালি নিয়ে বুথে হামলার চেষ্টা কাঁথিতে, অভিযোগের তির বিজেপির দিকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement