shono
Advertisement

এলাকা দখলকে নিয়ে গোষ্ঠী সংঘর্ষ, গোপালনগরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা

ঘটনার ন’দিনের মাথায় পাকড়াও অভিযুক্ত প্রতাপ সাহা। The post এলাকা দখলকে নিয়ে গোষ্ঠী সংঘর্ষ, গোপালনগরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:34 PM Apr 06, 2018Updated: 02:11 PM Apr 06, 2018

অর্ণব আইচ: গোপালনগরে হামলার ঘটনায় তৃণমূল নেতা প্রতাপ সাহাকে গ্রেপ্তার  করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গুরুদাসপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

[একজোট হয়ে প্রতিরোধের বার্তা বিমানের, কমিশনের সামনে ধরনায় বামেরা]

আলিপুরের গোপালনগরে হামলা চালানো এবং দলীয় ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছিল প্রতাপ সাহার বিরুদ্ধে। গত ২৮ মার্চ প্রতাপ-বাহিনী গিয়ে গোপালনগরে তাণ্ডব চালায়। এই ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সেই হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন প্রতাপ। অবশেষে ঘটনার ন’দিনের মাথায় তাঁকে পাকড়াও করে পুলিশ। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।

হামলার পাশাপাশি সরকারি প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে তোলাবাজি, সরকারি জমি দখল করে কলোনি তৈরির অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। আলিপুর জেলের আশপাশে সরকারি জমি দখল করে বেআইনি পার্কিং লট তৈরিরও অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু গোপালনগরের ঘটনা নয়, বছর কয়েক আগে একটি সরকারি জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে প্রতাপের নেতৃত্বে আলিপুর থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছিল।

বুধবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে দাঁড়ায় আলিপুরের গোপালনগর। অভিযোগ, এলাকা দখল নিয়ে শাসকদল তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, দুই গোষ্ঠীর লোকজন একে অপরের পার্টি অফিসেও ভাঙচুর চালায় বলে অভিযোগ।

[পঞ্চায়েত-অশান্তির আবহে সৌজন্যের বার্তা, ফের বুদ্ধদেবকে দেখতে গেলেন মমতা]

The post এলাকা দখলকে নিয়ে গোষ্ঠী সংঘর্ষ, গোপালনগরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার