সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতে জয় ছিনিয়ে নিল জমিরক্ষা কমিটি। আরাবুল বাহিনীকে রীতিমতো ধরাশায়ী করে এল জয়। এই জয়ের খবরে স্বভাবতই উল্লাসিত জমিরক্ষা কমিটির সদস্যরা। দলের তরফে জানানো হয়েছে, এই জয় রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে, এই জয় গণতন্ত্রের লড়াইয়ের।
[ফল ঘোষণা শুরু হতেই আবির মজুত তৃণমূল কংগ্রেসের, পালটা লাড্ডুর বরাত বিজেপির]
অন্যদিকে জেলে থেকেও নিজের আসনে জয় অক্ষুণ্ণ রাখলেন তৃণমূলের আরাবুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিরক্ষা কমিটির সরিফুল ইসলামকে হারিয়ে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতিতে জয়ী হলেন আরাবুল। দু’হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি। এবারের পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় ছিল আরবুল বিহীন। সোমবার ভোটের দিন প্রায় অভিভাবকহীন হয়ে ঘুরছিল আরাবুল বাহিনী। ভোটগ্রহণকে কেন্দ্র করে সেদিন অশান্তিও চরমে পৌঁছায়। তবে যতই অশান্তি হোক তা নির্বাচন কমিশনের চোখে মাত্রাছাড়া ছিল না। তাই এখানে পুনর্নির্বাচন হয়নি। তাই জেলে থেকেও শেষ হাসি হাসলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
উল্লেখ্য, ১১ মে আরাবুল অনুগামীদের বিরুদ্ধে জমিরক্ষা আন্দোলন কমিটির মিছিলে হামলার অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নির্দল প্রার্থী হাফিজুল মোল্লার। এই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় এক নম্বরে ছিলেন আরাবুল ইসলাম। এরপরই বিরোধীরা সরব হলে আরাবুল ইসলামকে গ্রেপ্তারের নির্দেশ দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে ভাঙড়ের অবিসংবাদী নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হন নির্বাচনের আগেই। যদিও হাতকড়া পরেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি এই তৃণমূল নেতা। তাঁর পালটা দাবি, গুলি চালানোর সময় ঘটনাস্থলে ছিলেন না তিনি। যদিও মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে এই আত্মপক্ষ সমর্থন ধোপে টেকেনি। ভাঙড় থানার পুলিশ তাঁকে আদালতে পেশ করে। বারুইপুর আদালত আরাবুলকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও খুনের আইনে মামলা রুজু হয়েছে। আগামী ২২ মে এই মামলার পরবর্তী শুনানি। তার আগে পর্যন্ত গরাদের ভিতরেই থাকছেন আরাবুল ইসলাম।
তাই ভোটে আরাবুলবাহিনী দাপিয়ে বেড়ানোর চেষ্টা করলেও কোথাও যেন সুর কেটেছিল। এমনই দাবি ওয়াকিবহাল মহলের। তবে জমিরক্ষা কমিটির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নির্বিঘ্নেই জয় ছিনিয়ে নিলেন এই তৃণমূল নেতা। এদিকে নির্বাচনী ডামাডোলে নিজেদের নেতা হাফিজুর রহমান মোল্লাকে হারিয়েও পাঁচটি গ্রাম পঞ্চায়েত দখলে রাখল ভাঙড়ের জমিরক্ষা কমিটি।
[ঘাসফুলেই সায় বাংলার মানুষের, কোথাও কোথাও ফুটল পদ্মও]
The post ভাঙড়ে পাঁচটি আসনে জয়ী জমিরক্ষা কমিটি, জেলে থেকেও জয় পেলেন আরাবুল appeared first on Sangbad Pratidin.
