shono
Advertisement
WB Police

ভিনরাজ্যে বাঙালি 'হেনস্তা' রুখতে হেল্পলাইন রাজ্য পুলিশের

বাঙালি হেনস্তা মানবেন না বলে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Published By: Sayani SenPosted: 09:02 PM Jul 25, 2025Updated: 09:02 PM Jul 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বাঙালি হেনস্তা মানবেন না বলে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'নিপীড়িত' বাঙালিদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু করল রাজ্য পুলিশ। শুক্রবার X হ্যান্ডেলে সেকথা জানানো হয়েছে।

Advertisement

রাজ্য পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বরটি হল - ৯১৪৭৭২৭৬৬৬। আক্রান্তরা কিংবা আক্রান্তদের পরিবারের লোকজনেরা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে এই নম্বরটিতে নাম, ঠিকানা-সহ হোয়াটসঅ্যাপ করা যাবে। ওই অভিযোগ খতিয়ে দেখবে রাজ্য পুলিশ। পরে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলার পুলিশ। প্রয়োজনে জেলার কন্ট্রোল রুম এবং স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন 'আক্রান্ত'রা।

পূর্ব বর্ধমান জেলা পুলিশ পরিযায়ী শ্রমিকদের সহায়তায় হেল্পলাইন চালু করেছে। পুলিশ সুপার সায়ক দাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জনিয়েছেন, "পরিযায়ী শ্রমিকদের পাশে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। দেশের যে কোনও এলাকায় কর্মরত পূর্ব বর্ধমান জেলাবাসীদের জানানো হচ্ছে যে, আপনার নিরাপত্তা সংক্রান্ত যে কোনও সহায়তার ক্ষেত্রে আপনার নিজ স্থায়ী ঠিকানার থানায় যোগাযোগ করুন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার রক্ষায় সর্বদা সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনও সময়ে, বিপদে পড়লে আমরা আছি আপনার পাশে।"

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনও মারধর, কখনও তাঁদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনও আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুক্রবার দুর্গাপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বা যারা অনুপ্রবেশ করছেন, তাঁদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি।
  • বাঙালি হেনস্তা মানবেন না বলে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • 'নিপীড়িত' বাঙালিদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু করল রাজ্য পুলিশ। শুক্রবার X হ্যান্ডেলে সেকথা জানানো হয়েছে।
Advertisement