shono
Advertisement
WB Weather Update

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় ভাসছে বাংলা, কবে দেখা মিলবে রোদের?

জেনে নিন কী বলছে হাওয়া অফিস।
Published By: Tiyasha SarkarPosted: 08:46 AM Jul 15, 2025Updated: 01:38 PM Jul 15, 2025

নিরুফা খাতুন: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। মরশুমের প্রথম মৌসুমী নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা (WB Weather Update)। মঙ্গলবার সকালের পরিস্থিতিও একই। জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। ভোগান্তিতে আমজনতা। উত্তরের জেলাগুলোতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অবস্থান করছে গভীর নিম্নচাপ। এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এটি কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে রয়েছে। আর বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। যার প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। আজ, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ফলে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা।
  • মরশুমের প্রথম মৌসুমী নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা। মঙ্গলবার সকালের পরিস্থিতিও একই।
  • জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। ভোগান্তিতে আমজনতা। উত্তরের জেলাগুলোতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।
Advertisement