shono
Advertisement
WBBSE Madhyamik 10th Result 2025

মাধ্যমিকে প্রথম দশে ৬৬ পড়ুয়া, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

এবারও পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার।
Published By: Sayani SenPosted: 09:26 AM May 02, 2025Updated: 12:52 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ (WBBSE Madhyamik 10th Result 2025)। এবারও কলকাতাকে টেক্কা জেলার। মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৬৬ পড়ুয়া। স্কুল থেকে আজই পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। একনজরে দেখে নিন মেধাতালিকায় কে কে রয়েছে। 

Advertisement

সম্ভাব্য প্রথম:  অদৃত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)। প্রাপ্ত নম্বর - ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ)।

সম্ভাব্য দ্বিতীয়: অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির),  সৌম্য পাল (বিষ্ণুপুর হাইস্কুল)। প্রাপ্ত নম্বর - ৬৯৪ (৯৯.১৪ শতাংশ)।

সম্ভাব্য তৃতীয়: ঈশানী চক্রবর্তী (কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়)। প্রাপ্ত নম্বর - ৬৯৩ (৯৯ শতাংশ)।

সম্ভাব্য চতুর্থ: মহম্মদ সেলিম (পূর্ব বর্ধমান নীরোল হাইস্কুল), সুপ্রতীক মান্না (কাঁথি ইনস্টিটিউশন)। প্রাপ্ত নম্বর - ৬৯২ (৯৯.৮৬ শতাংশ)।

সম্ভাব্য পঞ্চম: সিঞ্চন নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল), বিশ্বজিৎ ঘোষ (ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন), সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রাপ্ত নম্বর - ৬৯১ (৯৮.৭১ শতাংশ)।

সম্ভাব্য ষষ্ঠ: অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়  (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), রুদ্রনীল মানসাট (বাঁকুড়া গোরাসোল মুরলীধর হাইস্কুল), অঙ্কন মণ্ডল (টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল), অভ্রদীপ মণ্ডল (সারদা বিদ্যাপীঠ হাইস্কুল)। প্রাপ্ত নম্বর - ৬৯০ (৯৮.৫৭ শতাংশ)।

সম্ভাব্য সপ্তম: দেবার্ঘ্য দাস (ফালাকাটা হাইস্কুল), অঙ্কন বসাক (গঙ্গারামপুর হাইস্কুল), অরিত্র দে (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), দেবাদ্রিতা চক্রবর্তী (বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল), সৌরীন রায় (অমরাগড় হাইস্কুল)।  প্রাপ্ত নম্বর - ৬৮৯ (৯৮.৪৩ শতাংশ)।

সম্ভাব্য অষ্টম: অনির্বাণ দেবনাথ (তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল), সত্যম সাহা (রায়গঞ্জ হাইস্কুল), আসিফ মেহবুব (মালদহ জৈনপুর হাইস্কুল), মহম্মদ ইনজামুল হক (মালদহ টার্গেট পয়েন্ট স্কুল), সৃজন প্রামাণিক (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির), অরিত্র সাহা (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির), শুভ্র সিনহা মহাপাত্র (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), অরিজিৎ মণ্ডল (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন), স্পন্দন মৌলিক (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন), সৃজনী ঘোষ (নবনালন্দা, শান্তিনিকেতন), পাপড়ি মণ্ডল (বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুল), সৌপ্তিক মুখোপাধ্যায় (বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয়), উদিতা রায় (বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ), অরিত্র সাঁতরা (মনসুখা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল), পুষ্পক রত্নম (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়), অবন্তিকা রায় (কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল)।  প্রাপ্ত নম্বর - ৬৮৮ (৯৮.২৯ শতাংশ)।

সম্ভাব্য নবম: দেবাঙ্কন দাস (তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল), মৃন্ময় বসাক (কালিয়াগঞ্জ সরলাসুন্দরী হাইস্কুল), অরিত্র মণ্ডল (বালুরঘাট হাইস্কুল), দিশা ঘোষ (দুবরাজপুর শ্রী শ্রী সারদাশ্বরী বিদ্যামন্দির), ময়ূখ বসু (পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া দেশবন্ধু হাইস্কুল), অয়ন নাগ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস), অঙ্কুশ জানা (বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি), দ্যুতিময় মণ্ডল (বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন), ঐশিক জানা (কাঁথি মডেল ইনস্টিটিউশন), প্রজ্জ্বল দাস (শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুল), অনীশ দাস (প্রফুল্লনগর বিদ্যামন্দির), তানায়া সুলতানা (জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়), পরমব্রত মণ্ডল (বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল)। প্রাপ্ত নম্বর - ৬৮৭ (৯৮.১৪ শতাংশ)।

সম্ভাব্য দশম: কৌস্তভ সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল), আমিনা বানু (মালদহ মোজ্জমপুর গার্লস হাইস্কুল), উবা সাদাক (মালদহ সুজাপুর হাইস্কুল), তুহিন হালদার (বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), দেবায়ন ঘোষ (বীরভূম কটাশপুর হাইস্কুল), শেখ আরিফ মণ্ডল (বীরভূম গিরিজ সাঁওতাল হাইস্কুল), সম্যক দাস (নবনালন্দা, শান্তিনিকেতন), স্বাগতা সরকার (কাশেমনগর গার্লস হাইস্কুল), অয়ন্তিকা সামন্ত (হুগলি চিলাডাঙি রবীন্দ্র বিদ্যাবীথি), সমন্বয় দাস (তমলুক হ্যামিলটন হাইস্কুল), বিশ্রুত সামন্ত (ধন্যশ্রী কে সি হাইস্কুল), সায়ন বেজ (পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন), সোহম সাঁতরা (মহিষাদল রাজ হাইস্কুল), শৌভিক দিন্দা (সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ), রাহুল ঋকতিয়াজ (মাজিলপুর জে এন ট্রেনিং স্কুল)। প্রাপ্ত নম্বর - ৬৮৬ ( ৯৮ শতাংশ)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরীক্ষা শুরু ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ।
  • এবারও কলকাতাকে টেক্কা জেলার।
  • মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের পড়ুয়া।
Advertisement