shono
Advertisement

সঙ্গে রাখুন ছাতা, রাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায়

শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জায়গায়। The post সঙ্গে রাখুন ছাতা, রাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 AM Feb 06, 2020Updated: 09:20 AM Feb 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত শীতের বিরতি দক্ষিণবঙ্গে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। আজ গভীর রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। চলবে শনিবার সকাল পর্যন্ত। 

Advertisement

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃষ্টি মূলত হবে শুক্র এবং শনিবার। পশ্চিমের জেলাগুলি মূলত ঝাড়খণ্ড ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও এর মধ্যে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। নতুন করে তাপমাত্রার পারদ আর কমছে না। বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন তাই থাকবে। 

[আরও পড়ুন: হাতির হানা অব্যাহত বাঁকুড়ায়, বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে মারল দলছুট দাঁতাল ]

বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার সারাদিন ও শনিবার সকালে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার বয়ে আনা শুষ্ক শীতল হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনো রয়েছে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে। সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। 

আলিপুর আবহাওয়া দপ্তরের ডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “শুক্রবার থেকেই মূলত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে ঠান্ডা এখন পড়বে না। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রাও ১৬ ডিগ্রির আশপাশেই থাকবে।” এক ধাক্কায় তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে বুধবার কার্যত শীতের আমেজ উধাও হয়ে গিয়েছিল। দিনের বেলা রাস্তায় বেরিয়ে রীতিমতো ঘামতে হয়েছে অনেককে। রাতেও ঠান্ডার কামড় ছিল না।    আগামী দু’দিন শীত না থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে সে যাই হোক শুক্রবার ছাতা নিয়েই বাড়ির বাইরে বেরোতে বলছেন আবহাওয়াবিদরা। না হলে ভিজতে হতে পারে ভালই।

[আরও পড়ুন: সন্ধে নামলেই ভেসে আসছে বিকট আওয়াজ! অজানা জন্তুর আতঙ্কে কাঁটা দুর্গাপুর ]

The post সঙ্গে রাখুন ছাতা, রাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement