shono
Advertisement

রাজ্যে এবার আরও দুই মেডিক্যাল কলেজ

আয়ুর্বেদিক চিকিৎসায় নিয়েও আশাবাদী রাজ্যের স্বাস্থ্য বাজেট। The post রাজ্যে এবার আরও দুই মেডিক্যাল কলেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 AM Feb 01, 2018Updated: 09:34 AM Feb 01, 2018

অভিরূপ দাস: আরও বেশি সংখ্যক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। এই সংকল্পে প্রায় চারগুণ বাড়ানো হল রাজ্যের স্বাস্থ্য বাজেটের বরাদ্দ। ২০১১ সালে যেখানে ২৯৬.১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সেখানে এবছর ৮৫৭.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হল। গত এক বছরে বেসরকারি হাসপাতালগুলিতে একের পর এক শিশু মৃত্যুর ছাপ পড়ল রাজ্যের স্বাস্থ্য বাজেটেও। বিনামূল্যে শিশুদের চিকিৎসার জন্য কল্পতরু হল রাজ্যের স্বাস্থ্য বাজেট। অসুস্থ নবজাতকদের জন্য ৩০টি হাসপাতালে নবজাতক বিভাগে আরও ৭৮০টি নতুন বেডের কথা ঘোষণা করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জানিয়ে দেওয়া হল, রাজ্যে ১৬টি ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’-এর মধ্যে ৭টি চলছে। বাকি ৯টি খুব শীঘ্রই চালু হবে।

Advertisement

শুধু তাই নয়, দুই বঙ্গেই নতুন দুই মেডিক্যাল কলেজের কথাও ঘোষণা করা হল। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর হুগলির আরামবাগে তৈরি হবে নয়া দুই মেডিক্যাল কলেজ। সেখানে নিয়োগ করা হবে পার্শ্ব চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মীও।

[১৪ ঘণ্টা লুকিয়েও হল না লাভ, জুতোর লোভে ধরা পড়ল চোর ]

স্বাস্থ্য পরিষেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উপরও জোর দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ১২২টি ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে রাজ্যে। শুধু শহরে নয়, জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়নেও দরাজ হল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। প্রতিটি জেলা হাসপাতালের লেবার রুম, অপারেশন থিয়েটার, সাবডিভিশন হাসপাতালগুলির উন্নয়নের খাতে ১৩৩ কোটি টাকা অনুমোদন করল সরকার। অ্যালোপ্যাথি ছাড়াও, আয়ুর্বেদ, হোমিওপ্যাথির মতো বিকল্প চিকিৎসা পদ্ধতির উন্নতি করতেও নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। সারা পৃথিবী জুড়েই অ্যালোপ্যাথির পাশাপাশি বিকল্প চিকিৎসা নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। অ্যালোপ্যাথিক একাধিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই নতুন করে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। স্বাস্থ্য বাজেটে তাই আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। কলকাতার ইকো ট্যুরিজম পার্কের শ্যামাদাস বিদ্যাপীঠের পোস্ট গ্র‌্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ কেন্দ্রের তত্ত্বাবধানে ভেষজ তৈরির অনন্য উদ্যোগের কথা বলা হয়েছে। ক্যানসার রোগীদের সাহায্যার্থে রাজ্যের পাঁচ মেডিক্যাল কলেজে লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বসানো হয়েছে।

[এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে সিনেমার টিকিটের দাম]

The post রাজ্যে এবার আরও দুই মেডিক্যাল কলেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement