shono
Advertisement

Breaking News

বিবেক সহায়ের বদলে রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা জ্ঞানবন্ত সিং

সোমবার কমিশনের তরফে নতুন পদাধিকারীর নাম ঘোষণা করা হয়।
Posted: 04:13 PM Mar 15, 2021Updated: 04:38 PM Mar 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবেক সহায়ের জায়গায় রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন আইপিএস (IPS) অফিসার জ্ঞানবন্ত সিং। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হল। নন্দীগ্রামে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় শনিবার নিরাপত্তা অধিকর্তা থেকে শুরু করে জেলাশাসক, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে অপসারিত করেছিল কমিশন। বাকি পদগুলিতে পরিবর্ত নাম ঘোষণা করা হলেও, বাকি ছিল নিরাপত্তা অধিকর্তা পদ। সশস্ত্র পুলিশের এডিজি (ADG, Armed force) পদ থেকে জ্ঞানবন্তকে সেই পদেই নিয়ে আসা হল।

Advertisement

গত বুধবার সন্ধেয় নন্দীগ্রামের বিরুলিয়ায় গিয়ে জখম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর চোট পান তিনি। অসুস্থ অবস্থায় রাতেই কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। দেড়দিন এসএসকেএম হাসপাতালে ভরতি ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জখম হওয়ার এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনীতির রং লেগেছিল। একাধিক অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিদল। অন্যদিকে পর্যাপ্ত তদন্তের দাবিতে কমিশনে যায় বিজেপি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জখম হওয়ার ঘটনায় মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষককে নিজেদের মতামত জানানোর কথাও বলা হয়েছিল। তাঁদের রিপোর্ট নিয়ে রবিবার কমিশনের ফুলবেঞ্চ বৈঠকে বসে।

[আরও পড়ুন: ‘সন্ধের পর যাদের পা টলমল করে, তাদের ভোটের কাজে নয়,’ বিতর্কিত মন্তব্য সৌগতর]

আর সেই বৈঠকের পরই রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদ থেকে বিবেক সহায়কে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতির অভিযোগেই সরানো হয়েছে তাঁকে। পাশাপাশি, সরানো হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় স্মৃতি পাণ্ডেকে। এরপর সরানো হয় পূ্র্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকেও। তাঁর জায়গায় দায়িত্বে আসেন সুনীলকুমার যাদব।

[আরও পড়ুন: ‘কোনও নোটিস পাইনি’, আইকোর মামলায় হাজিরা নিয়ে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার