shono
Advertisement

দলীয় প্রতীক পেয়ে কে নিশ্চিত করবে জয়? কাটোয়ায় বিড়ম্বনায় তৃণমূল

কে পাবেন দলীয় প্রতীক? টিকিট বণ্টনে বাড়ছে বিড়ম্বনা তৃণমূলের৷ The post দলীয় প্রতীক পেয়ে কে নিশ্চিত করবে জয়? কাটোয়ায় বিড়ম্বনায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Apr 14, 2018Updated: 08:56 PM Apr 14, 2018

ধীমান রায়, কাটোয়া: আসান মাত্র নয়৷ মাত্র ন’টা আসনে জন্য তৃণমূলের প্রার্থী সংখ্যা ১৬ জন৷ কিন্তু, কে পাবেন দলীয় প্রতীক? টিকিট বিল করাটাই এখন বড় চ্যালেজ্ঞ তৃণমূলের৷

Advertisement

প্রার্থীদের মধ্যে শেষ পর্যন্ত কাদের প্রতীক দেওয়া হবে, তা নিয়ে চিন্তিত ভাতারের আমারুন ১ পঞ্চায়েতে তৃণমূল ব্লক নেতৃত্ব৷ এই পঞ্চায়েতে সব আসনে বিরোধী প্রার্থী না থাকলেও বিগত দিনের ব্যর্থতা নিয়ে ভাবাচ্ছে শাসকদলের নেতাদের৷ তাই আমারুন ১ পঞ্চায়েতের ভোট নিয়ে বাড়তি চিন্তায় শাসকদল৷

ভাতারের আমারুন পঞ্চায়েতে মোট আসন সংখ্যা নয়টি৷ ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে তৃণমূল জিতেছিল ছ’টি আসনে৷ বাকি তিনটির মধ্যে নির্দল দুটি ও বামেরা একটি আসনে জয়ী হয়৷ বোর্ড গঠন করে শাসক তৃণমূল৷ কিন্তু বিগত পঞ্চায়েত ভোটের মাস ছয়েক পর থেকেই পঞ্চায়েত প্রধানের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় বাকি পাঁচ দলীয় সদস্যের৷ তার জেরে পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছিল৷

কিন্তু দলীয় নেতৃত্বের চাপে অনাস্থা প্রত্যাহার হলেও পঞ্চায়েত পরিচালনা নিয়ে শুরু হয় তুমুল বিবাদ৷ বেশ কয়েকদফা সংঘর্ষও হয়৷ মাঝে গন্ডগোলের জেরে চার মাস পঞ্চায়েতে তালা পড়ে যায়৷ পরবর্তীকালে কোনও দিনই গোষ্ঠীদ্বন্দ্ব মেটেনি৷ আড়াই বছর পর ফের পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছিল৷ পরে দুপক্ষই মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে৷ শেষে শাসকদলের ছ’সদস্যেরই সদস্যপদ বাতিল হয়ে যায়৷ বস্তুতপক্ষে ২০১৩ সালে নির্বাচনের পর থেকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আমারুন ১ পঞ্চায়েতের কাজকর্ম কার্যত শিকেয় উঠেছিল৷ এরই মধ্যে ফের পঞ্চায়েত ভোট চলে আসে৷

একদিকে পঞ্চায়েত পরিচালনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রচুর ক্ষোভ রয়েছে৷ তারপর রয়েছে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ৷ তার জেরে এই পঞ্চায়েত নিয়ে বেকায়দায় শাসকদলের নেতারা৷ জানা গিয়েছে, পঞ্চায়েতের ন’টি আসনের মধ্যে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা করেছেন ১৬ জন৷ সিপিএম করেছে ছ’টি আসনে৷ একটি আসনে রয়েছে বিজেপি প্রার্থীর৷ শোনা যাচ্ছে, বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন৷ তবে, শাসকদলের হয়ে শেষ পর্যন্ত কারা টিকিট পাবে, এনিয়ে রয়েছে চাপানউতোর৷

জানা গিয়েছে, গতবারের তৃণমূলের নির্বাচিত সদস্যদের মধ্যে এবার দু’জন মনোনয়ন জমা করেছেন৷ বাকিরা নতুন প্রার্থী৷ তবে, শেষ পর্যন্ত দলের বাকিরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন নাকি গোঁজ হিসাবে লড়বেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ তৃণমূলের এক ব্লক নেতা বলেন, ওই পঞ্চায়েতে দলের প্রার্থী বাছাই নিয়ে সমস্যা রয়েছে৷ তবে আশা করছি দলের সিদ্ধান্ত সবাই মেনে নেবে৷ এনিয়ে কথাবার্তা চলছে৷

The post দলীয় প্রতীক পেয়ে কে নিশ্চিত করবে জয়? কাটোয়ায় বিড়ম্বনায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement