shono
Advertisement

১০০ পেরিয়েও খামতি নেই উৎসাহে, নাতবউয়ের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন বৃদ্ধা

ভোট দিলেন নব্বই ছুঁই ছুঁই এক দৃষ্টিহীন বৃদ্ধও৷ The post ১০০ পেরিয়েও খামতি নেই উৎসাহে, নাতবউয়ের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন বৃদ্ধা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 PM May 14, 2018Updated: 02:32 PM May 14, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: বয়স আঠেরো পেরোলেই ভোটার৷ তাগিদই বলুন কিংবা উত্তেজনা, প্রথমবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ হাতছাড়া করতে চান না নতুন ভোটাররা৷ কিন্তু, ওই পর্যন্তই! ভোট দিতে একেবারেই উৎসাহী নয় তরুণ প্রজন্ম৷ উলটো দিকে আবার যাবতীয় শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে বছরের পর বছর ভোট দিচ্ছেন জলপাইগুড়ির শীলা রায় ও লক্ষ্মীকাণ্ড মণ্ডল৷ প্রথমজনের বয়স একশো পেরিয়েছে৷ অশক্ত শরীর কাঁপে সর্বক্ষণ৷ আর দ্বিতীয়জনের দৃষ্টিশক্তি নেই৷ সোমবার পঞ্চায়েত ভোটে অংশ নিলেন দু’জনেই৷

Advertisement

[রানিগঞ্জের বাঁশরায় আগ্নেয়াস্ত্র নিয়ে বহিরাগতদের বুথ দখলের চেষ্টা রুখল বাসিন্দারা]

গণতন্ত্রের উৎসবে ফের রক্ত ঝরল বাংলায়৷ পঞ্চায়েত ভোটে এখনও পর্যন্ত ৮ জনের প্রাণহানির খবর মিলেছে৷ অশান্ত দক্ষিণবঙ্গ৷ দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বটে৷ তবে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট মোটের উপর শান্তিপূর্ণই বলা চলে৷ শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে তো ছিল রীতিমতো উৎসবের মেজাজ৷ তবে সবচেয়ে বড় কথা, ফুলবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের মধূসুদন ভোটকেন্দ্রে এবারেও ভোট দিলেন শতায়ু শীলা রায়৷ সোমবার সকালে নাতবউয়ের সঙ্গে টোটোয় চেপে ভোট দিতে এসেছিলেন তিনি৷ উৎসাহে খামতি নেই৷ কিন্তু, শতবর্ষ পেরনো শরীরটা যে বিদ্রোহ করেছে! টোটোয় বসে রীতিমতো কাঁপছিলেন শীলাদেবী৷ কোনওমতে তাঁকে বুথের ভিতরে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, নিজের হাতে ভোট দিতে পারেননি ওই বৃদ্ধা৷ তাঁর ভোটটি দেন নাতবউ শিল্পী রায়৷ নিয়ম অনুসারে, কোনও কারণে প্রবীণ নাগরিকরা যদি ভোট দানে অপারগ হন, তাহলে ভোটারের উপস্থিতিতে তাঁর মনোনীত কোনও ব্যক্তি সংশ্লিষ্ট ভোটারের হয়ে ভোট দিতে পারেন৷ তাই এক্ষেত্রে শীলা রায়ের হয়ে তাঁর নাতবউ শিল্লীকে ভোট দেওয়ার অনুমতি দেন ওই বুথের প্রিসাইডিং অফিসার৷ শীলা রায়ের বাড়ি রাজগঞ্জ ব্লকের অম্বিকানগরে৷ পরিবারে লোকেদের দাবি, তাঁর বয়স ১০৩৷ একশো বছরের জীবনে সবকটি নির্বাচনেই ভোট দিয়েছেন শীলাদেবী৷

[লঙ্কা গুঁড়ো আর ভোজালি নিয়ে বুথে হামলার চেষ্টা কাঁথিতে, অভিযোগের তির বিজেপির দিকে]

সোমবার পঞ্চায়েত ভোট চলাকালীন বৃষ্টি নেমেছিল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাংশে৷ জলপাইগুড়ির রাজগঞ্জের অম্বিকানগরের একটি বুথে ছেলের কাঁধে চেপে যখন পৌঁছলেন লক্ষ্মীকান্ত মণ্ডল, তখন বাইরে তুমুল বৃষ্টি৷ জানা গিয়েছে, প্রতিটি নির্বাচনে এভাবেই ভোট দিতে আসেন লক্ষ্মীকান্তবাবু৷ দৃষ্টিশক্তি হারিয়েছে নব্বই ছুঁই ছুঁই ওই বৃদ্ধ৷ দু’চোখে আঁধার৷ কিন্তু, তাতে কী! প্রতিটি নির্বাচনে প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে বাবার হয়ে ভোট দেন ছেলে৷

[নামখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাম দম্পতির, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক]

The post ১০০ পেরিয়েও খামতি নেই উৎসাহে, নাতবউয়ের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন বৃদ্ধা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement