shono
Advertisement

আলিপুরদুয়ারে সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

দুই তৃণমূলকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। The post আলিপুরদুয়ারে সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Apr 11, 2018Updated: 07:53 AM Jan 29, 2019

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে রাজ্যের সর্বত্রই আক্রান্ত হয়েছে বিরোধীরা। শাসকদলের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। আর এবার আলিপুরদুয়ারে এক সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। আক্রান্ত ব্যক্তির ভাইয়ের স্ত্রী স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারের জন্য ওই সিপিএম নেতা ও তাঁর পরিবারকে চাপ দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। রাজি না হওয়ায়, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা। আলিপুরদুয়ায় থানার অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযুক্তরা পলাতক।

Advertisement

[নেই বিরোধী, বিনাভোটেই হাওড়ায় গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনে জয় তৃণমূলের]

আক্রান্ত ব্যক্তির নাম প্রভাতচন্দ্র অধিকারী। সিপিএমের কৃষকসভার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তপসিখাতা এলাকায় সিপিএমের পার্টি অফিসে একাই ছিলেন প্রভাতবাবু। রাত ৯ নাগাদ পার্টি অফিসে আসে তুষার বর্মন ও বিশ্বজিৎ রায় যুবক। প্রথমে প্রভাত অধিকারীকে পার্টি অফিসে জোর করে বাইরে করে তারা। এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে পার্টি অফিসের দেওয়ালে। অল্পের জন্য রক্ষা পান সিপিএমের কৃষকসভার ব্লক সভাপতি। গুলির আওয়াজ পেয়ে স্থানীয় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় হামলাকারীরা। স্থায়ী বাসিন্দাদের দাবি, অভিযুক্ত তুষার বর্মন ও বিশ্বজিৎ রায় তৃণমূল কর্মী। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন প্রভাতচন্দ্র অধিকারীর পরিবারের লোকেরা। অভিযুক্তরা অধরা।

[পঞ্চায়েত ভোটে প্রার্থী রাজ্য সরকারের ছেলে, ব্যাপারটা কী?]

কিন্তু, কেন এই হামলা? আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পরর পার গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন প্রভাতচন্দ্র অধিকারীর ভাইয়ের স্ত্রী। ওই সিপিএম নেতার অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারের জন্য তাঁর ও তাঁর পরিবারকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কিন্তু, মনোনয়ন প্রত্যাহারে রাজি হননি তাঁরা। তাই সিপিএম নেতা প্রভাতচন্দ্র অধিকারীকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বরাতজোরে রক্ষা পেয়েছেন তিনি।

[পঞ্চায়েত ভোটে বাংলার মেঠো পথে টর্চেই ভরসা এসইউসিআই প্রার্থীদের]

The post আলিপুরদুয়ারে সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement