সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানার আইসোলেশন ওয়ার্ড ‘অধিগ্রহণ’ রাজ্য সরকারের। ডিএসপি নতুন করে তৈরি করছে আইসোলেশন ওয়ার্ড। মাসখানেক আগে থেকেই ডিএসপি মেন হাসপাতালের চেস্ট বিভাগে ৬০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডের প্রস্তুতি শুরু করা হয়। করোনার প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে এই উদ্যোগ ইস্পাত কর্তৃপক্ষের।
দুর্গাপুরে ডিএসপি হাসপাতালের মতো পরিকাঠামো বিরল। তাই এই পরিকাঠামোকে ব্যবহার করতে আইসোলেশন ওয়ার্ড সাময়িক ‘অধিগ্রহণ’ করল রাজ্যের স্বাস্থ্যদপ্তর। দুর্গাপুরে এই মুহূর্তে করোনা সংক্রান্ত এত বড় আইসোলেশন ব্যবস্থা নেই। এই ওয়ার্ডের সমস্ত পরিকাঠামোই গড়বে রাজ্য সরকার।চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী কিংবা টেকনিশিয়ানও রাজ্যের। টেস্ট কিট, বিছানা, বালিশ, চাদরও দেবে রাজ্য সরকারই। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যদপ্তর সেই পরিকাঠামো নির্মাণের কাজ শুরুও করে দিয়েছে।
[আরও পড়ুন: সংক্রমণের আশঙ্কায় সৎকারে নেই কেউ, স্থানীয় বাসিন্দার শেষকৃত্য করলেন আইসি]
করোনা মোকাবিলায় ডিএসপি মেন হাসপাতালের সার্বিক ব্যবস্থা গড়ে তুলতে বেশ কয়েকটি পদক্ষেপও নেওয়া হয়েছে। চেস্ট বিভাগ যেখানে রাজ্যের আইসোলেশন বিভাগ নির্মাণ করা হয়েছে সেখানকার সাধারণ গেট বন্ধ করে পৃথক গেট করা হয়েছে। হাসপাতালের প্রতিটি প্রবেশ পথেই বেসিন, জল ও হাত ধোওয়ার সাবান রাখা হচ্ছে। রাজ্যের হাতে আইসোলেশন ওয়ার্ড চলে যাওয়ায় এবার ডিএসপি নিজস্ব আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজও শুরু করে। ইস্পাতনগরীর এ–জোনে ট্রেনিং হস্টেলে আধুনিক ৯০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের মধ্যেই এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করছেন তাঁরা। এই ওয়ার্ডে ডিএসপির চিকিৎসক ছাড়াও করোনা মোকাবিলার জন্যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন।
ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান,“ সামগ্রিকভাবে করোনা মোকাবিলার জন্যে পরিকাঠামো প্রস্তুত আমাদের। প্রয়োজনের যাতে এই পরিকাঠামো আরও বাড়ানো যায় তার জন্যেও প্রস্তুত আছি আমরা।”
[আরও পড়ুন: ‘মমতাকে শক্তি দাও’, করোনা আবহে বন্ধ তারাপীঠে যজ্ঞ করে প্রার্থনা অনুব্রতর]
The post করোনা মোকাবিলায় উদ্যোগ, দুর্গাপুর ইস্পাত কারখানার আইসোলেশন ওয়ার্ড অধিগ্রহণ রাজ্যের appeared first on Sangbad Pratidin.
