shono
Advertisement
West Bengal Weather Update

কমছে বৃষ্টি, বাড়ছে গরম! আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে রাজ্যবাসীকে?

কী জানাচ্ছে হাওয়া অফিস?
Published By: Tiyasha SarkarPosted: 10:03 AM Jul 18, 2025Updated: 02:50 PM Jul 18, 2025

নিরুফা খাতুন: কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল দশা হয়েছিল রাজ্যবাসীর। নিম্নচাপ সরে যাওয়ায় আবহাওয়ার উন্নতি হয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে অন্যান্য জেলায় মোটের উপর রোদ ঝলমলে থাকবে আকাশ। বেড়েছে তাপমাত্রাও। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে রাজ্যবাসীকে (West Bengal Weather Update), এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে ফের বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের জেলাগুলো।

Advertisement

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক জেলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

উত্তরবঙ্গে আজ দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল দশা হয়েছিল রাজ্যবাসীর। নিম্নচাপ সরে যাওয়ায় আবহাওয়ার উন্নতি হয়েছে।
  • মৌসুমী অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে অন্যান্য জেলায় মোটের উপর রোদ ঝলমলে আকাশ। বেড়েছে তাপমাত্রাও।
  • আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে রাজ্যবাসীকে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
Advertisement