shono
Advertisement

Breaking News

আগামী ৪৮ ঘণ্টা চলবে বৃষ্টি, দিনের মাঝামাঝি আসতে পারে ঘূর্ণিঝড়

 সব এলাকায় জরুরি বিভাগগুলিকে সতর্ক করা হয়েছে৷ The post আগামী ৪৮ ঘণ্টা চলবে বৃষ্টি, দিনের মাঝামাঝি আসতে পারে ঘূর্ণিঝড় appeared first on Sangbad Pratidin.
Posted: 02:36 PM Nov 05, 2016Updated: 09:06 AM Nov 05, 2016

স্টাফ রিপোর্টার: স্থলভাগে আছড়ে পড়ার আগেই ‘কিয়ান্ত’-এর মতোই সমুদ্রে মিলিয়ে যেতে পারে ‘নাডা’৷
শুক্রবার এমনই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর৷ জানিয়ে দিল, ঘূর্ণিঝড়ের নাম লেখা নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে এখন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশে অবস্থান করছে৷ নটি ক্রমশ শক্তিসঞ্চয় করছে৷ তবে, তা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না তা স্পষ্ট নয়৷ হলে তা অন্ধ্র, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে বাংলাদেশে আছড়ে পড়বে৷ তবে এই নিম্নচাপের জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আজ, শনিবার ঝড়-বৃষ্টি হবে৷
এই নিম্নচাপের জন্য বৃহস্পতিবার দুপুর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷ শুক্রবারও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়৷ তবে বৃহস্পতিবারের মতো অত দাপট ছিল না৷ হালকা বৃষ্টি মাথায় নিয়েই সবাই বাইরে বেরিয়েছেন৷
মেঘলা আকাশের জন্য সকাল থেকেই অন্ধকার নেমে আসে শহরের বুকে৷ দৃশ্যমানতা কম থাকায় ট্রেন কিছুটা দেরিতে চলে৷ দুর্ভোগে পড়েন হাওড়া এবং শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা৷ আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে৷ রাজ্য প্রশাসনের তরফে উপকূলবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ উৎসবের মরশুমে, বিশেষ করে জগদ্ধাত্রী এবং ছটপুজোর মুখে রাজ্যের আবহাওয়ার এমন পরিবর্তন রীতিমতো শঙ্কা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে৷
আলিপুর আবহাওয়া দফতর বিকেলে জানিয়ে দেয়, নিম্নচাপটি শক্তি সঞ্চয় করছে ঠিকই তবে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না তা এখনই বলা যাবে না৷ হলে শনিবারের মধ্যে এ রাজ্য ও বাংলাদেশের মাঝে উপকূলবর্তী এলাকায় প্রায় ৬০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে৷ এমনটাই আশঙ্কা মৌসম ভবনের৷ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে বিশেষ সতর্কতা জারির পাশাপাশি সম্ভাব্য সব এলাকায় জরুরি বিভাগগুলিকে সতর্ক করা হয়েছে৷ সেচ দফতরের পাশাপাশি কলকাতা পুরসভা ও সংশ্লিষ্ট এলাকার পুরসভাগুলিতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও৷ এদিকে পরপর দু’টি নিম্নচাপের ফাঁসে দফরফা হয়েছে উত্তুরে হাওয়ার৷ ফলে, ঝুলে রয়েছে বঙ্গের শীতভাগ্য৷ কালীপুজোর আগে ঘূর্ণিঝড় কিয়ন্তেরও একই দশা হয়েছিল৷ সাড়া জাগিয়ে শক্তি সঞ্চয় করলেও তা স্থলভাগে আছড়ে পড়েনি৷ মিলিয়ে গিয়েছিল বঙ্গোপসাগরে৷ আবহাওয়াবিদদের অনুমান, কিয়ন্তের মতোই দশা হতে পারে নাডার৷

Advertisement

The post আগামী ৪৮ ঘণ্টা চলবে বৃষ্টি, দিনের মাঝামাঝি আসতে পারে ঘূর্ণিঝড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement