shono
Advertisement
Pathankot

পাকিস্তানে এখনও বন্দি রিষড়ায় জওয়ান, বুকভরা আশা নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী

পূর্ণমের বাবা ভোলানাথ সাউ জানিয়েছেন, ছেলের জন্য আমরা অধীর অপেক্ষায় রয়েছি।
Published By: Subhankar PatraPosted: 12:36 PM May 02, 2025Updated: 12:39 PM May 02, 2025

স্টাফ রিপোর্টার: পাঠানকোট থেকে বাড়ি ফিরলেন পাকিস্তানে বন্দি জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ ও তাঁর পরিবার। গত বুধবার পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দি হন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তারপর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায়, গত সোমবার পাঠানকোটের উদ্দেশে রওনা হন তাঁর স্ত্রী রজনীর পরিবার। সেখানে চণ্ডীগড় বিমানবন্দরে নেমে প্রথমে পাঠানকোট তারপরে কাংড়াতে যান তাঁরা। সেখানেই বিএসএফের সিইও-র সঙ্গে কথা বলে তাঁর পরিবার। তারপর বৃহস্পতিবার বাড়ি ফিরলেন তাঁরা। পূর্ণমের স্ত্রী রজনী বলেন, "আমরা কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বাস পেয়েছি তিনি ফিরে আসবেন। আশাবাদী হয়ে ফিরে এলাম।"

Advertisement

তবে একশো শতাংশ নিশ্চিত তাঁকে ফিরিয়ে আনা হবে। পূর্ণমের স্ত্রী রজনী বলেন, "ওখান থেকে আমরা ফিরোজপুরে যাই। সেখানকার কমান্ডিং অফিসারের সঙ্গে আমরা কথা বলি। সেখানে জানানো হয় পূর্ণমের কোনও ভুল ছিল না। ও ভুলবশত লাইন ক্রস করে যায়। চিন্তার কোনও কারণ নেই। সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে।"

পূর্ণমের এক আত্মীয় সত্যপ্রকাশ গুপ্তা বলেন, “বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, ছাড়িয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তাঁরা আমাদের বলেছেন ধৈর্য ধরতে। আমরা ধৈর্য ধরব তাঁর মুক্তির ব্যাপারে। তবে কতক্ষণ ধৈর্য ধরব, সেটা বলতে পারছি না।" বৃহস্পতিবার হুগলিতে নিজের বাড়ি ফিরলেন পূর্ণমের স্ত্রী-পুত্র-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পূর্ণমের বাবা ভোলানাথ সাউ জানিয়েছেন, ছেলের জন্য আমরা অধীর অপেক্ষায় রয়েছি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঠানকোট থেকে বাড়ি ফিরলেন পাকিস্তানে বন্দি জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ ও তাঁর পরিবার।
  • গত বুধবার পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দি হন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ।
  • তারপর কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায়, গত সোমবার পাঠানকোটের উদ্দেশে রওনা হন তাঁর স্ত্রী রজনীর পরিবার।
Advertisement