shono
Advertisement

ত্রিপুরা মডেল ফিরল বাংলায়, ক্ষমতায় এলে বেকারদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি মুকুলের

বাংলা বিজয়ের লক্ষ্যে বিজেপির পাইয়ে দেত্তয়ার রাজনীতি! The post ত্রিপুরা মডেল ফিরল বাংলায়, ক্ষমতায় এলে বেকারদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি মুকুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM May 01, 2018Updated: 01:52 PM Jun 14, 2019

সোমনাথ পাল, বনগাঁ: ত্রিপুরা মডেল ফিরল বাংলায়। স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই সেখানে শাসকদল বামেদের পালের হাওয়া কেড়ে নিয়েছিল বিজেপি। একই চেষ্টা বাংলাতেও। আসন্ন পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ দখল করতে পারলে বেকার যুবক-যুবতীদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা মুকুল রায়। বাংলা বিজয়ের লক্ষ্যে ফের পাইয়ে দেত্তয়ার রাজনীতির পথেই বিজেপি হাঁটছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Advertisement

 ফের আদালতের রায়ে অনিশ্চয়তায় ভোট, কী বলছেন বিরোধীরা? ]

 মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে এসে সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের প্রসঙ্গও ফের একবার খুঁচিয়ে তোলেন মুকুলবাবু। তৃণমূল জামানায় বরুণ বিশ্বাসের পরিবার সঠিক বিচার পায়নি বলেই জানালেন তিনি। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাবে বলে আশ্বাস দেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছেড়ে কথা বলেননি মুকুল।  তৃণমূল ছেড়ে তাঁর  বিজেপিতে যোগ দেওয়া নিয়ে দিনকয়েক আগেই নাম না করে তাঁকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। জবাবে এদিন মুকুল বলেন, মমতা বন্দোপাধ্যায় তো পদে থাকাকালীন কংগ্রেস ছেড়ে তৃণমূল দল তৈরি করেছিলেন। তাহলে তৃণমূল নেত্রী কি বিশ্বাসঘাতক নয়?  তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে তৃণমূল এখন  নিজেদের নামে চালাচ্ছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন।  তিনি বলেন মদ বিক্রিতে পশ্চিমবঙ্গ এখন সারাদেশে প্রথম,  ধর্ষণে দ্বিতীয়। এছাড়া এখন বাংলায় কিছুই নেই বলে জানান তিনি।

 বাগনানের বাউল শিল্পীর গান এবার উঠে এল তৃণমূলের দেওয়াল লিখনে ]

এদিন মুকুল বলেন তৃণমূল নেতারা নয়, তৃণমূল দলের পঞ্চায়েত ভোটের টিকিট এখন কারা পাবে সেটা ঠিক করে দেয় পুলিশকর্তারা। কারণ পুলিশ এখন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে৷ চিটফান্ড প্রসঙ্গে মুকুলের বক্তব্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৬৪টি চিটফান্ড সংস্থার সক্রিয় তদন্ত করছে বলেই তৃণমূল সরকারের গাত্রদাহ শুরু হয়েছে৷ এ প্রসঙ্গে ফের একবার চিটফান্ড সংস্থা প্রয়াগের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার কথাও তুলে ধরেন তিনি।  এছাড়াও বনগাঁ ও বসিরহাট মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবাধ গরু পাচার প্রসঙ্গ তুলে পরোক্ষে তিনি বলেন পাচারকারী কয়েকজন তৃণমূল নেতাদের দৌরাত্মে বিজেপির প্রার্থীরা ওই সব জায়গায় ভোটে লড়াই করতে পারছে না। বিজেপি ক্ষমতায় এলে ওই সব নেতাদের বাড়বাড়ন্ত থাকবে না বলে সতর্ক করেন তিনি। এদিনের সভায় প্রায় হাজার চারেক কর্মী-সমর্থকদের উপস্থিত ছিলেন৷ সেখানেই বেকারদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন মুকুল।

The post ত্রিপুরা মডেল ফিরল বাংলায়, ক্ষমতায় এলে বেকারদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি মুকুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement