shono
Advertisement

খামখেয়ালি উত্তুরে হাওয়া, পয়লা পৌষে উধাও শীত

তবে কবে আবার শীতের আমেজ উপভোগ করতে পারবে বাঙালি? The post খামখেয়ালি উত্তুরে হাওয়া, পয়লা পৌষে উধাও শীত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:06 PM Dec 18, 2016Updated: 09:36 AM Dec 18, 2016

স্টাফ রিপোর্টার: পয়লা পৌষ৷ না বিশেষ কোনও দিন নয়৷ কিন্তু ঋতুকাল অনুযায়ী শীতের সময়৷ কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় এখন পৌষের প্রথম তাপমাত্রা পারদ চড়ল স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি উপরে৷ আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা বলছেন আপাতত এমনই থাকবে আবহাওয়া৷ তেমন কোনও বড় পরিবর্তন না হলে জাঁকিয়ে শীতের আশা এখনই তেমন নেই৷ আর এই নতুন করে তাপমাত্রা বাড়ার পিছনে উত্তুরে হাওয়ার গতি না থাকা বড় কারণ৷ যার জেরেই মাত্র ২৪ ঘণ্টা আগে শীতলতম দিনের তকমা পেয়েও তা ধরে রাখতে পারেনি শীত৷ এই পরিস্থিতি অন্তত আগামী তিনদিন থাকবে বলে মনে করছে আবহাওয়া বিশারদরা৷

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি৷ যা স্বাভাবিকের তুলনায় দু’ডিগ্রি বেশি৷ শুক্রবারের তুলনায় আবার যা এক লাফে বেড়েছে ২.৯ ডিগ্রি৷ যা এই সময় বেশকিছুটা বেশি বলেই৷ আবহাওয়াবিদদের দাবি বেলা বাড়ার সঙ্গে এই তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে৷ যার জেরে গায়ে শীত পোশাক রাখা মুশকিল হয়েছে শহরবাসীর৷ যদিও এই পূর্বভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ সেই মতো শুক্রবার গভীর রাত থেকেই চড়তে থাকে পারদ৷ তবে আবহাওয়বিদরা মনে করেছিলেন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির আশেপাশে৷ কিন্তু তা যে এক ধাক্কায় এতটা বেড়ে যাবে বুঝে ওঠা যায়নি৷ আজ রবিবার থেকে আগামী সপ্তাহভর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫-১৬ ডিগ্রির আশেপাশে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬-২৭ ডিগ্রির মধ্যে৷ তবে এই পূর্বাভাসের সঙ্গে প্রকৃতি অনুভূতির পার্থক্য হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷ একই সঙ্গে ভোরের দিকে রাজ্যের আকাশে কুশায়ার দেখা মিলতে পারে৷ তবে তা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে বেশি বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা৷ যার জেরেও কিছুটা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা৷ তবে হঠাত্‍ কেন এই পরিবর্তন৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাংলাদেশ ও আসামের আকাশে আবহাওয়ার কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে৷ প্রাথমিক অনুমান তাঁর জেরেই উত্তরে হাওয়া কিছুটা দিক পরিবর্তন করেছে৷

তবে কবে আবার শীতের আমেজ উপভোগ করতে পারবে বাঙালি? আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ জাঁকিয়ে শীত দূরের কথা৷ শীতের ভাল আমেজ ফের পেতে পেতে ২৩ ডিসেম্বর হয়ে যাবে৷ এখন থেকেই অবশ্য শহরবাসীর মনে সন্দেহ তৈরি হতে শুরু করেছে৷ কারণ গতবছর ২৫ ডিসেম্বর ছিল উষ্ণতম ক্রিসমাস৷ এবারও কি তাহলে তাই হবে? আবহাওয়াবিদরা আশার বানী শোনাচ্ছেন জাঁকিয়ে ঠান্ডা না পেলেও শহরবাসী ঠান্ডার আমেজেই এবার উৎসব পালন করতে পারবে৷ যদি না কোনও ঘূর্ণাবর্ত নতুন করে বাধার সৃষ্টি করে৷

The post খামখেয়ালি উত্তুরে হাওয়া, পয়লা পৌষে উধাও শীত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement