দেবব্রত মণ্ডল, বারুইপুর: দুই বছরের শিশুকে চুরি করে পালানোর অভিযোগ। মহিলাকে হাতেনাতে ধরে গাছে বেঁধে বেধড়ক মারধর স্থানীয়দের। পরে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকায়। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মানোয়ারা গাজি। তিনি জীবনতলা এলাকার বাসিন্দা। শিশুকে চুরি করে পালাচ্ছিলেন বলে অভিযোগ উঠে। বাচ্চাটি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা মহিলাকে তাড়া করে ধরে ফেলেন। বাসন্তীর শাহানারা মোল্লা নামে এক মহিলা অভিযোগ করেন মানোয়ার তাঁর সন্তানকে চুরি করে পালিয়েছেন। মানোয়ারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় শিশু চুরির অভিযোগে তাঁকে গাছে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলাকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।
অভিযুক্ত মহিলা কোনও শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আগে এই রকম কোনও অপরাধ মহিলা করেছিলেন কিনা, তাও দেখা হচ্ছে। ধৃতকে হেফাজতের নেওয়ার জন্য আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
