shono
Advertisement

গলায় ফাঁস লাগানো মহিলার দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

লুঠপাটের উদ্দেশ্যে খুন? The post গলায় ফাঁস লাগানো মহিলার দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:53 AM Oct 20, 2018Updated: 11:00 AM Oct 20, 2018

নন্দন দত্ত, সিউড়ি: ঘরের মধ্যে গৃহবধূর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার৷  মহিলার রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল সিউড়ির সাজানো পল্লিতে৷ পরিচিত কেউ বাড়িতে ঢুকে ওই মহিলাকে খুন করেছে বলেই দাবি পরিবারের৷ মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে৷

Advertisement

[উমার বিদায়বেলায় হাজার টাকায় বিক্রি হল চুনোপুঁটি]

মৃতার নাম শিউলি পাল৷ বছর তেত্রিশের ওই মহিলা বাড়িতেই একটি বিউটি পার্লার চালাতেন৷ তাঁর স্বামী লক্ষ্মীকান্ত পাল ইসিএলে কর্মরত৷ অন্যান্যদিনের মতো শুক্রবার রাত নটা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরেন তিনি৷ বাড়ির সামনে পৌঁছে অবাক হয়ে যান ওই ব্যক্তি৷ তিনি দেখেন রাত নটা নাগাদ বাড়ির দরজা খোলা৷ স্ত্রী শিউলিকে ডাকতে ডাকতেই ঘরে ঢোকেন তিনি৷ প্রথমে বিউটি পার্লারে উঁকি দিয়ে স্ত্রীকে দেখতে পাননি লক্ষ্মীকান্ত৷ এরপর সোজা নিজেদের শোওয়ার ঘরে ঢুকে পড়েন তিনি৷ দেখেন বিছানার উপর গলায় ফাঁস লাগানো অবস্থাতেই শুয়ে রয়েছেন শিউলি৷ অনেক ডাকাডাকিতেও সাড়া না মেলায় তিনি বুঝতে পারেন শিউলি মারা গিয়েছেন৷ এরপরই তিনি খবর দেন শিউলির বাপেরবাড়িতে৷ তড়িঘড়ি ছুটে আসেন মৃতার ভাই৷ শিউলিকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তাঁর৷ তবে খুনের ঘটনায় কে বা কারা জড়িত, তা স্পষ্ট করে বুঝতে পারছেন না মৃতার ভাই৷ শিউলির পরিজনদের দাবি, সাধারণত বাড়িতে একা থাকার সময় মূল দরজায় চাবি দিয়ে রাখতেন৷ কলিং বেলের শব্দ শুনে জানালা দিয়ে কে এসেছেন, তা দেখতেন শিউলি৷ এরপরই তালা খুলতেন তিনি৷ শুক্রবার রাতে শিউলির স্বামী বাড়ি ঢুকে দেখেন ডাইনিং টেবিলের উপর হরেকরকম মিষ্টি সাজানো একটি থালা রাখা রয়েছে৷ তাই তাঁদের অনুমান, বিজয়া উপলক্ষে হয় তো বাড়িতে পরিচিত কেউ এসেছিলেন৷ তাঁকেই দরজা খুলে দিয়েছিলেন শিউলি৷ জল, মিষ্টিও দিয়েছিলেন তিনি৷ বিজয়ার অছিলায় বাড়িতে ঢুকে পরিচিত কেউ শিউলিকে খুন করেছে বলেও অভিযোগ তাঁর পরিবারের৷

[বনবস্তির বাসিন্দাকে পিটিয়ে খুন, কাঠগড়ায় বনদপ্তর]

ঘটনার খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ মহিলার দেহ উদ্ধার করতে গেলে বাধা দেন তাঁর পরিজনেরা৷ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা৷ পরে পুলিশি মধ্যস্থতায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ লুঠপাটের উদ্দেশ্যে খুন নাকি মহিলার রহস্যমৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

The post গলায় ফাঁস লাগানো মহিলার দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement