নিজস্ব সংবাদদাতা, ইছাপুর: একমাত্র শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী মহিলা। মৃতের নাম লক্ষ্মীশ্রী চক্রবর্তী। মঙ্গলবারই নিজের পাঁচ বছরের মেয়ে দিয়াকে খুন করেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইছাপুরের নবাবগঞ্জ এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবাবগঞ্জের বাসিন্দা সুবীর চক্রবর্তীর স্ত্রী লক্ষ্মশ্রী গত চার বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারে চিকিৎসার খরচ, সংসারের টানাপোড়েন নিয়ে চিন্তিত ছিলেন লক্ষ্মীশ্রীদেবী। সেই কারণেই এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
জানা গিয়েছে মঙ্গলবারই নিজের পাঁচ বছরের মেয়ে দিয়ার গলায় কলসী বেঁধে বাড়ির পিছনের পুকুরে ফেলে দেন তিনি। এর পর বৃহস্পতিবার সকালে ইছাপুরের ২০ নম্বর রেল গেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘটনাস্থলে এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
আরও পড়ুন –
খাবারের দাম না দেওয়ায় খদ্দেরকে ফুটন্ত তেল ছুড়ল দোকানি
ঘনিষ্ঠরাই সুপারি কিলার দিয়ে খুন করিয়েছে শ্রীনুকে!
৭২ হাজার স্কুল শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য
The post শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী ক্যানসার আক্রান্ত মহিলা appeared first on Sangbad Pratidin.
