shono
Advertisement

তন্ত্রসাধনার বলি বধূ, দুর্গাপুরে বস্তাবন্দি দেহ কাণ্ডে রহস্যের কিনারা পুলিশের

গ্রেপ্তার স্বামী-সহ তান্ত্রিক শ্বশুর ও শাশুড়ি৷ The post তন্ত্রসাধনার বলি বধূ, দুর্গাপুরে বস্তাবন্দি দেহ কাণ্ডে রহস্যের কিনারা পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:44 PM Sep 19, 2018Updated: 09:33 PM Sep 19, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গৃহবধূর বস্তাবন্দি দেহ উদ্ধারের ১৮ দিন পর ঘটনার কিনার করল পুলিশ৷ গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারী আধিকারিকরা৷ গৃহবধূ খুনের পেছনে তন্ত্রসাধনার যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর দুর্গাপুর থানা এলাকার মেন গেটের কাছে তামলাখালে উদ্ধার হয় গৃহবধূর বস্তাবন্দি মৃতদেহ৷ মহিলার দেহ উদ্ধারের পর ঘটনার তদন্তে নামে পুলিশ৷ বস্তাবন্দি দেহ উদ্ধারের পর মহিলার পরিচয় জানার কাজ শুরু হয়৷ পরে মহিলার নাম-পরিচয় পাওয়ার পর অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা৷

Advertisement

অভিযুক্ত তান্ত্রিক শ্বশুর ও শাশুড়ি। ছবি- উদয়ন গুহরায়

[চন্দ্রকোনার এই বনেদি বাড়ির পুজোয় কালো পাঁঠা চাই-ই চাই! কেন জানেন?]

পুলিশ সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর ওই গৃহবধূর মা দুর্গাপুর থানায় মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন৷ বস্তাবন্দি দেহ উদ্ধার ও নিখোঁজ ডায়েরির সঙ্গে যোগসূত্র খুঁজে পায় পুলিশ৷ গৃহবধূর নাম জানতে পারে পুলিশ৷ এরপরই তদন্ত করতেই উঠে আসে এই চাঞ্চল্যকর অভিযোগ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর শ্বশুর মলিন্দ্র মিদ্যা পেশায় রিকশচালক হলেও তন্ত্রসাধনার সঙ্গেও যুক্ত বলে প্রতিবেশীদের অভিযোগ৷ দৈনিক কালী ঠাকুরের পুজো ছাড়াও তার কাছে বহিরাগত তান্ত্রিকরাও আসত বলে দাবি করেছেন স্থানীয়রা৷ ঘরের মধ্যে বিশালাকার ত্রিশূল ও কালী মূর্তিও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ গৃহবধূর শাশুড়ি কুন্তি মিদ্যাও এই তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত বলেই প্রতিবেশীদের দাবি৷ তাদের বড় ছেলে রাজেশের স্ত্রী সোনিয়া৷ দুই বছর আগে ঝাড়খণ্ডের বাসিন্দা সোনিয়ার সঙ্গে বিয়ে হয় রাজেশের৷ বিয়ের পর থেকে প্রায় দেড় বছর বাপের বাড়িতেই ছিলেন সোনিয়া৷ মাস তিনেক হল শ্বশুর বাড়িতে ওঠেন৷

[ইট বহন থেকে গা টেপানো, খুদে পড়ুয়াদের দিয়ে সবই করাচ্ছেন স্কুল শিক্ষকরা]

প্রতিবেশীদের দাবি, শুধু শারীরিকভাবেই নয় মানসিকভাবেও অত্যাচার চালানো হতো সোনিয়ার উপর৷ রাতে তন্ত্রসাধনার আচার অনুষ্ঠানেও সোনিয়াকে জোর করে অংশ নিতে বাধ্য করত শ্বশুর ও শাশুড়ি বলে প্রতিবেশীদের অভিযোগ৷ এছাড়াও পারিবারিক বিবাদও ছিল এই পরিবারের মধ্যে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ পুলিশের অনুমান, তন্ত্রসাধনার জন্য ওই গৃহবধূকে খুন করে বন্তাবন্দি করে দেহ ফেলে দেওয়া হয়৷ তবে, খুনের দায় অভিযুক্তরা এখনও স্বীকার না করলেও জেরার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ৷

The post তন্ত্রসাধনার বলি বধূ, দুর্গাপুরে বস্তাবন্দি দেহ কাণ্ডে রহস্যের কিনারা পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement