shono
Advertisement

সরকার অনুমোদিত মদের দোকানে আগুন মহিলাদের, রণক্ষেত্র বেতাই

দেখুন ভিডিও। The post সরকার অনুমোদিত মদের দোকানে আগুন মহিলাদের, রণক্ষেত্র বেতাই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:17 PM Feb 06, 2019Updated: 12:23 PM Mar 29, 2019

পলাশ পাত্র, তেহট্ট: জনবহুল এলাকায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট মহকুমার বেতাই। বেতাইয়ে একটি দোকানে চড়াও হলেন কয়েকশো মহিলা। আগুন লাগিয়ে দেওয়া হল মদের ক্রেটে। কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Advertisement

[ভিড়ে মিশে খবর পাচার, পলকে ভ্যানিশ নগদ-গয়না]

রাজ্যের বিভিন্ন প্রান্তে জনবহুল এলাকার মদের দোকান খোলার লাইসেন্স দিচ্ছে আবগারি দপ্তর। স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে মহিলাদের ক্ষোভ বাড়ছে। কোথাও মদের দোকানে সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা, তো কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে মদের ক্রেট। বুধবার সকালে মদের দোকান খোলাকে তুমুল উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্টের বেতাইয়ে। বেতাইয়ে কৃষ্ণনগর-করিমপুর রোডে কাছেই একটি মদের দোকান খোলার অনুমতি দিয়েছে আবগারি দপ্তর। তবে এখনও আনুষ্ঠানিকভাবে দোকানের উদ্বোধন হয়নি। বুধবার সকালে ওই দোকানে মদের ক্রেট নামাচ্ছিলেন কর্মীরা। তখন দোকানে হাজির হন এলাকার শ’খানেক মহিলা। কারও হাতে বাঁশ, কারও হাতে আবার দাঁ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতে কাছে যা পেয়েছেন, তাই দিয়ে দোকানে ভাঙচুর চালাতে শুরু করেন স্থানীয় মহিলারা। কয়েক লক্ষ টাকার মদের ক্রেটে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পৌঁছয় তেহট্ট থানায়। ঘটনাস্থলে গিয়ে কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ রাজ্যে মদের ব্যবসা বা মদের দোকান খোলা বেআইনি নয়। তবে দোকান খোলার জন্য আবগারি দপ্তরের অনুমতি নিতে হয়। তেহট্টের বেতাইয়ে মদের দোকান খোলার জন্য অনুমতি নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন নদিয়া জেলা আবগারি দপ্তরের কর্তা সঞ্জয় ভদ্র। তাঁর বক্তব্য, জনবহুল এলাকার মদের দোকান খোলা নিয়ে আপত্তি থাকলে প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন এলাকার মহিলারা। মঙ্গলবার একই ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার বাগদায়। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর কলোনি এলাকা বিক্ষোভ দেখিয়ে মদের দোকান বন্ধ করে দিয়েছিলেন মহিলারা। সেই মদের দোকানটিও ছিল সরকার অনুমোদিত।

দেখুন ভিডিও:

The post সরকার অনুমোদিত মদের দোকানে আগুন মহিলাদের, রণক্ষেত্র বেতাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement