প্রতিবেশীদের মধ্যে বিবাদ। তার জেরে এক প্রতিবেশী পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা হল! আগুনে গুরুতর জখম ২ জন। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে হলদিয়ায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পূর্ব মেদিনীপুরের হলদিয়া উন্নয়ন ব্লকের অন্তর্গত দেউলপোতার ২২২ নম্বর বুথ এলাকায় বাস ওই ২ পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসুদেব গিরীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্রতিবেশী রবি মুনাইয়ের। অভিযোগ, রবি বাসুদেবকে নিজের গ্যারান্টিতে ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই টাকা নিতে অস্বীকার করেছিলেন তিনি। তারপর সেই বিপদ আরও বড় আকার নিয়েছিল বলে অভিযোগ।
অভিযোগ, গতকাল, মঙ্গলবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন বাসুদেবের স্ত্রী নিয়তি গিরি ও ছেলে শুভরঞ্জন গিরি। সেসময় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বাড়িতে। কুকুরের আর্ত চিৎকার শুনে শুভরঞ্জন বাড়ির বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, দেখতে পান বাড়ির একাংশে আগুন ধরিয়ে দিয়ে কেউ পালিয়ে যাচ্ছে। কোনওরকমে ভিতরে ঢুকে নিয়তি গিরিতে উদ্ধার করা হয়। সেসময় আগুনে জখম হন দু'জনেই।
প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আগুনের গ্রাসে গোটা বাড়িই ভস্মীভূত হয়ে যায় বলে খবর। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যদিও আগুনের গ্রাসে বাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি বাড়িও। একটি গবাদি পশুও মারা গিয়েছে বলে খবর। বাসুদেব রবি মুনাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে আটক করেছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে।
