রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘার হোটেলে এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় বছর আঠাশের ইশান আকবর। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
[প্রেমে প্রত্যাখ্যানের জের, কিশোরীকে বিষ মেশানো হজমি খাইয়ে খুনের অভিযোগ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির বাঁশবেড়িয়ার শঙ্খনগরের ইসলামপাড়ার বাসিন্দা ইশান আকবর। দিন দুয়েক আগে স্ত্রীকে নিয়ে দিঘা বেড়াতে যায় ওই যুবক। দুদিন সেখানে থাকার পর শুক্রবার সকালেই হুগলি ফেরার কথা ছিল ওই দম্পতির। সেই কারণে বৃহস্পতিবার রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তাঁরা। পড়ে শুক্রবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ইশান আকবর নামে ওই ব্যক্তি। অসুস্থ অবস্থায় বেশ কিছুক্ষণ হোটেলর ঘরে থাকেন ওই যুবক। বেশ কিছুক্ষণে কেটে যাওয়ার পরেও অবস্থার অনবতি না হওয়ায় হোটেলের কর্মীদের ডাকেন ওই ব্যক্তির স্ত্রী। খবর পেয়ে তারা গিয়ে ওই ব্যক্তিকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
[শিক্ষক নেই, ক্লাস হয় না, মিড-ডে মিল খেয়েই বাড়ি ফেরে পড়ুয়ারা]
এরপরই খবর দেওয়া হয় দিঘা মোহনা থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যেই পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে আদৌ কি অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ইশান আকবরের? নাকি মৃত্যুর পিছনে পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই শুরু হবে তদন্ত জানিয়েছে দিঘা মোহনা থানার পুলিশ। আপাতত দিঘাতেই রয়েছেন মৃতের স্ত্রী। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খবর পাঠানো হয়েছে হুগলিতে ইশান আকবরের বাড়িতেও।
