ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ভিন রাজ্যের যুবকের রহস্যমৃত্যু। বহুতল আবাসন থেকে উদ্ধার দেহ। চাঞ্চল্য মধ্যমগ্রামে। রবিবার সকালে কালিবাড়ির দেবীগড় এলাকায় একটি বহুতল থেকে বছর ছাব্বিশের এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ফ্ল্যাটের বাথরুমে মৃতদেহটি পড়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
[বাজি কারখানায় বিধ্বংসী আগুন, জখম অন্তত সাত]
মৃত যুবকের নাম ওমপ্রকাশ গুপ্তা। বিহারের বাসিন্দা তিনি। মধ্যমগ্রামে মাইকেলনগরে ওমপ্রকাশের এক আত্মীয় থাকেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালিবাড়ি দেবীগড়ের এলাকায় ওই বহুতলের একটি আবাসনে একাই থাকতেন ওমপ্রকাশ। চাকরি করতেন একটি শপিং মলে। কিন্তু, ফ্ল্যাটের মালিক কে? তা জানেন না কেউই। মধ্যমগ্রামের কালিবাড়ি দেবীগড় এলাকার বাসিন্দাদের দাবি, পাড়ায় খুব একটা মিশতেন না ভিন রাজ্যের ওই যুবক। নিজের মতো থাকতেন। তবে গভীর রাতে তাঁর ফ্ল্যাটে আসতেন বহিরাগত যুবকেরা। অনেক রাত পর্যন্ত চলত আড্ডা, খাওয়া-দাওয়া ও মদ্যপান। রবিবার সকালে ওমপ্রকাশ গুপ্তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, বহুতল আবাসনের একতলার একটি ঘর থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আপাতত ঘরটি সিল করে দিয়েছেন তদন্তকারীরা। মৃতদেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। শুক্রবার হাওড়া শালিমারের তিন গেটে কাছে রেললাইন থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ।
[কোলিয়াড়িতে দুর্ঘটনা, চাঙড় ভেঙে ২ ইসিএল কর্মীর মৃত্যু
