shono
Advertisement
Mandarmoni

জনপ্রিয় পর্যটনস্থলে হামলার ছক! মন্দারমণিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার মালদহের যুবক

Published By: Sucheta SenguptaPosted: 11:10 AM May 13, 2025Updated: 11:34 AM May 13, 2025

রঞ্জন মহাপাত্র, দিঘা: মন্দারমণিতে বেড়াতে আসা মালদহের যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করল পুলিশ। আর এই ঘটনা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার স্মৃতি উসকে দিল। জনপ্রিয় পর্যটনস্থলে হামলার ছক ছিল ধৃতের? উঠছে এই প্রশ্ন। আতঙ্ক ছড়াল পর্যটক মহলে। চিন্তিত এলাকাবাসীও। গোপন সূত্রে খবর পেয়ে মন্দারমণি থানার পুলিশ মালদহের ওই পর্যটককে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। ধৃতের নাম কৌশিক রায়, বয়স ৩২ বছর। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বেড়াতে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মালদহে মোথাবাড়ি থানার রায়পাড়া বাসিন্দা কৌশিক রায় দিন তিনেক আগে পরিবারকে সঙ্গে নিয়ে দিঘা বেড়াতে আসেন। দিঘা থেকে রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্দারমণিতে পৌঁছন। সেখানে তাঁরা একটি হোটেল ওঠেন। কৌশিকের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে মন্দারমণি উপকূল থানার পুলিশ হোটেলটিতে তল্লাশি শুরু করে। কিন্তু হোটেলে তাঁকে পাওয়া যায়নি। সৈকতেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘেরাফেরা করছিলেন কৌশিক। শুরু হয় তাঁর উপর নজরদারি। পরে হোটেল থেকেই কৌশিককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় নাইন এমএম পিস্তল। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও পরিবারের সদস্যদের কেউ এই ঘটনার কথা জানেন না বলে তাঁদের গ্রেপ্তার করা হয়নি। এমনই জানিয়েছে পুলিশ।

মালদহের যুবক ধৃত কৌশিক রায় কোনও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত কি না, কোন উদ্দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে এসেছিলেন, এর পিছনে বড় কোনও চক্র আছে কি না, এসব সম্পর্কে খোঁজখবর নিতে মোথাবাড়ি থানায় যোগাযোগ করেছে মন্দারমণি উপকূল থানায় পুলিশ। মন্দারমণি উপকূল থানায় ওসি অর্কদীপ হালদার জানিয়েছেন, "গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। বিস্তারিত তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মন্দারমণির হোটেলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার মালদহের যুবক।
  • উদ্ধার একটি নাইন এমএম পিস্তল, বিস্তারিত তদন্ত শুরু মন্দারমণি উপকূল থানার পুলিশ।
Advertisement