shono
Advertisement

প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসতে গিয়ে বিপত্তি, বেধড়ক মারে জখম যুবক

তেহট্ট থানায় অভিযোগ দায়ের প্রহৃত প্রেমিকের পরিবারের৷ The post প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসতে গিয়ে বিপত্তি, বেধড়ক মারে জখম যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:04 PM Jun 14, 2019Updated: 03:21 PM Jun 14, 2019

পলাশ পাত্র, তেহট্ট: বাড়ির সামনে প্রেমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক কলেজছাত্রীর পরিজনদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের বাহাদুরপুর গ্রাম৷ প্রেমিকের পরিবারের অভিযোগ, যুবতী সম্পর্কের কথা অস্বীকার করার পরই প্রেমিকার পরিজনেরা তাকে মারধর করে৷ বেধড়ক মারধরের জেরে গুরুতর অসুস্থ প্রেমিক৷ প্রহৃত ওই যুবক নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি৷ ঘটনার তদন্তে নেমেছে তেহট্ট থানার পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা, বিজেপি কর্মীকে বেধড়ক মার স্থানীয়দের]

নদিয়ার তেহট্টের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা রিম্পা সরকার বেতাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী৷ ইলশেমারি এলাকার বাসিন্দা প্রাণতোষ বিশ্বাসের দাবি, রিম্পার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার৷ কিন্তু ইদানীং রিম্পা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও দাবি ওই যুবকের৷ যদিও রিম্পার বাড়ির লোকজন প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছে৷ ইতিমধ্যেই শুক্রবার সকালে প্রাণতোষ হাজির হয় রিম্পার বাড়ির সামনে৷ সঙ্গে প্রাণতোষের পরিজনেরাও ছিলেন৷ সিদ্ধান্ত নিয়েছিল ধূপগুড়ির বাসিন্দা অনন্ত ঠিক যেমন তার প্রেমিকার জন্য ধরনায় বসেছিল তেমনই প্রাণতোষও একই কাজ করবে৷ এক্কেবারে প্ল্যাকার্ড হাতে প্রেমের দাবি নিয়ে রিম্পার বাড়ির সামনে ধরনায় বসতে গিয়েই ঘটল বিপত্তি৷ রিম্পার সঙ্গে প্রাণতোষের প্রেমের সম্পর্ক ছিল কি না, তা নিয়েই দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়৷ মুহূর্তের মধ্যেই তা চরম আকার নেয়৷ অভিযোগ, রিম্পার বাড়ির লোকজনেরা প্রাণতোষের দিক লক্ষ্য করে ইট ছোঁড়ে৷ এরপর কিল, চড়, লাথিতে চোট পায় ওই যুবক৷ অচৈতন্যও হয়ে যায় সে৷ তড়িঘড়ি প্রাণতোষের বাড়ির লোকজনেরাই তাকে উদ্ধার করে নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে ওই যুবকের৷

[ আরও পড়ুন: কর্মবিরতিই কাড়ল ছেলেকে, নিথর শিশুর দেহ আঁকড়ে হাহাকার যুবকের]

এই ঘটনায় সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাণতোষের পরিজনেরা৷ রিম্পার পরিবারের বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ হাসপাতালে প্রহৃত যুবকের সঙ্গে দেখা করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা৷ আদতে প্রাণতোষের না রিম্পার পরিজনদের দাবি সত্যি, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ 

দেখুন ভিডিও:

The post প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসতে গিয়ে বিপত্তি, বেধড়ক মারে জখম যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement