shono
Advertisement

‘জন বারলা দূর হঠো’, বিজেপির প্রচার মিছিলে ঢুকে স্লোগান যুব তৃণমূল নেতার

গেরুয়া শিবিরের দাবি নস্যাৎ করেছে তৃণমূল৷ The post ‘জন বারলা দূর হঠো’, বিজেপির প্রচার মিছিলে ঢুকে স্লোগান যুব তৃণমূল নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:32 PM Apr 05, 2019Updated: 03:09 PM May 11, 2019

রাজ কুমার, আলিপুরদুয়ার: বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব নেতার বিরুদ্ধে৷ যদিও ঘাসফুল শিবিরের তরফে গেরুয়া শিবিরের দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ অভিযোগ-পালটা অভিযোগকে কেন্দ্র করে ভোটের ঠিক আগে সরগরম আলিপুরদুয়ার৷ তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চাইছে বিজেপি

Advertisement

[ আরও পড়ুন: নোটবন্দির কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ, বিজেপিকে কটাক্ষ নুসরতের]

আলিপুরদুয়ারের প্রার্থী জন বারলাকে নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে কোনও কোন্দল না থাকলেও, বিভিন্ন জায়গাতেই শীর্ষ নেতৃত্বের মনোনীত প্রার্থীদের নিয়ে অসন্তোষের অন্ত নেই রাজ্য নেতৃত্বের৷ আবার গোদের উপর বিষফোঁড়ার মতো বিজেপির মিছিলে ঢুকে পড়ে ‘হামলা’ চালানোর অভিযো উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ শুক্রবার সকালে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বারলা রেলবাজার এলাকায় প্রচার করছিলেন৷ সেখানেই জড়ো হয়েছিলেন অসংখ্য দলীয় কর্মী সমর্থক৷ অভিযোগ, সেই মিছিলে আচমকা ঢুকে পড়েন যুব তৃণমূল নেতা তপেন কর৷ বিজেপি প্রার্থীর উদ্দেশে ‘দূর হঠো’ স্লোগানও দিতে থাকেন তিনি৷ আচমকা তৃণমূল নেতার এমন আচরণে হতচকিত হয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা৷ ঘটনার তীব্র বিরোধিতা করেন প্রার্থী স্বয়ং৷ এভাবে প্রচারে বাধা দিয়ে তৃণমূল নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তুলেছেন জন বারলা৷ আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার গলাতেও একই সুর৷ তাঁর বক্তব্য, ‘‘যুব তৃণমূল নেতার এই আচরণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে৷ গণতান্ত্রিক ব্যবস্থায় এ আচরণ মোটেও কাম্য নয়৷ আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷’’

[ আরও পড়ুন: ভোটযুদ্ধে যুযুধান নকুলদানা-মিহিদানাও! অনুব্রতকে জবাব দিতে মিষ্টি বিতরণ অনুপমের]

বিরোধী বিজেপি তাঁর এই আচরণে যতই ক্ষুব্ধ হোক না কেন, তাতে কিছুই যায় আসে না যুব তৃণমূল নেতা তপেন করের৷ কৃতকর্মের জন্য এতটুকুও আপশোস নেই তাঁর৷ পরিবর্তে তপেন বলেন, ‘‘বাংলা ভাগের চক্রান্ত করেছেন জন বারলা৷ তাঁর কোনও অধিকার নেই ভোটারদের কাছে ভোট চাওয়ার৷ তাই বাধা দিয়েছি জনকে৷’’ ভোটের আবহে যুব তৃণমূল নেতার এই আচরণ সত্যিই দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে৷ তবে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কিছুই শোনা যায়নি৷

দেখুন সেই ভিডিও:

The post ‘জন বারলা দূর হঠো’, বিজেপির প্রচার মিছিলে ঢুকে স্লোগান যুব তৃণমূল নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement