shono
Advertisement
Arjun Chakraborty

হিন্দি সিরিয়ালে অর্জুন চক্রবর্তী, কলকাতাতেই শুরু শুটিং

টলি অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে?
Published By: Sandipta BhanjaPosted: 04:24 PM Jan 09, 2025Updated: 04:27 PM Jan 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত 'পিঙ্ক' সিনেমায় স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে নজর কেড়েছিলেন অর্জুন চক্রবর্তী। পরবর্তীতে অবশ্য হিন্দি বিনোদুনিয়ায় তাঁকে আর দেখা যায়নি। তবে এবার টলিপাড়ার অন্দরমহলে জব্বর খবর, হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অর্জুনকে। ইতিমধ্যেই কলকাতায় চার দিন ধারাবাহিকের শুটিং হয়েছে। দু দিনই সেই সেটে হাজির ছিলেন অর্জুন। স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে, হিন্দি সিরিয়ালে টলি অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে?

Advertisement

সূত্রের খবর, অর্জুন চক্রবর্তীর হিন্দি ধারাবাহিকে অভিনয় করবেন শ্রুতি বিস্ত। খুব সম্ভবত কালার্স চ্যানেলের সিরিয়ালে দেখা যাবে অর্জুনকে। এই হিন্দি ধারাবাহিকের গল্প লিখেছেন সাহানা দত্ত। যিনি কালার্স এবং ভায়াকমের যৌথ প্রযোজক। কীরকন গল্প? জানা গেল, পারিবারিক ড্রামা। তবে এক্ষেত্রে কলকাতাকে কেন্দ্র করেই গল্প এগোবে। মুম্বই এবং কলকাতা দুই শহর মিলিয়ে হবে শুটিং। তবে হিন্দি ধারাবাহিক নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ অভিনেতা আপাতত। কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে? সেই বিষয়ে জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। জানা গিয়েছে, খুব শিগগিরিই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতে চলেছে। সেখানেই অর্জুনের চরিত্রের ঝলক মিলবে।

টলিউডের প্রশংসা কুড়িয়ে এবার হিন্দি টেলিদুনিয়ায় অর্জুন চক্রবর্তী। সামনেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই'। যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। টলিউডের বেশ কয়েকটা কাজও রয়েছে আপাতত তাঁর পাইপলাইনে। তবে আপাতত অর্জুনের লক্ষ্য হিন্দি ধারাবাহিক। 'গানের ওপারে' সিরিয়াল দিয়েই অভিনয়ে হাতেখড়ি তাঁর। পরবর্তীতে অবশ্য বড়পর্দাতেই অর্জুনকে বেশি পাওয়া গিয়েছে। তাঁর অভিনীত অভিযাত্রিক জাতীয় পুরস্কারও পেয়েছে। এবার টলিউডের সেই অভিনেতাকেই নিত্যদিন দেখা যাবে হিন্দি টেলিপর্দায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত 'পিঙ্ক' সিনেমায় স্বল্প দৈর্ধের চরিত্রে নজর কেড়েছিলেন অর্জুন চক্রবর্তী।
  • বার টলিপাড়ার অন্দরমহলে জব্বর খবর, হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অর্জুনকে।
  • ইতিমধ্যেই কলকাতায় চার দিন ধারাবাহিকের শুটিং হয়েছে।
Advertisement