shono
Advertisement

বিয়ের চার মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা মিষ্টি সিং! ছবি শেয়ার করে চমকে দিলেন অভিনেত্রী

টলিপাড়ায় হইচই ফেলে দিলেন মিষ্টি।
Posted: 01:18 PM Sep 14, 2023Updated: 09:06 PM Sep 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ মে দীর্ঘদিনের প্রেমিক রেমো দাসের গলা মালা দিয়েছেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং। আর বিয়ের চার মাস পার হতেই অন্তঃসত্ত্বা! হ্য়াঁ, সোশাল মিডিয়ায় এমনই এক ছবি শেয়ার করে হইচই ফেলে দিলেন মিষ্টি। যা দেখে অনুরাগীরা একেবারে হতবাক!

Advertisement

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে আসল তথ্যটা ফাঁস করলেন মিষ্টি নিজেই। মিষ্টি স্পষ্টই জানালেন, ‘এটা একেবারেই অভিনয়ের জন্য। আসলে বাংলা মিডিয়াম ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছি। এই ধারাবাহিকে সুহানা চরিত্রটিই নতুন অবতারে ফিরছে।’ শুধু সোশ্য়াল মিডিয়ায় নয়, ধারাবাহিকেও যে মিষ্টি চমক দিতে চলেছেন তা কিন্তু এই ছবিতে স্পষ্ট।

[আরও পড়ুন: নবনীতার পর জীবনে ‘আরেক প্রিয়’র ছুটি! বিদায়বেলায় চোখে জল জিতু কমলের]

 ১৪ মে অভিনেত্রীর বাড়িতেই হয়েছিল ছিমছাম গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান। আর ১৮ তারিখ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল মিষ্টির। পাত্র রেমো রিয়েল এস্টেস্টের ব্যবসার সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থাও রয়েছে। বিয়ের কয়েক দিন পর হানিমুনে ইউরোপ ট্রিপেও গিয়েছিলেন মিষ্টি ও রেমো। সেখান থেকেই শেয়ার করেছিলেন নানা ছবি ও ভিডিও। মিষ্টি নতুন অবতার দেখে অনুরাগীদের একটাই প্রশ্ন, বাস্তবেও কবে সুখবর দেবেন মিষ্টি?

[আরও পড়ুন: ‘উনি হয়তো সন্ত্রাসের সমর্থক’, ধর্ম তুলে নাসিরুদ্দিন শাহকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার