shono
Advertisement

ট্রলিতে ওটা কী? কুণ্ডলী পাকানো সরীসৃপ দেখে আতঙ্ক ওয়ালমার্টে

এর আগেও ওয়ালমার্টে একই ঘটনা আতঙ্ক ছড়িয়েছিল৷ The post ট্রলিতে ওটা কী? কুণ্ডলী পাকানো সরীসৃপ দেখে আতঙ্ক ওয়ালমার্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM May 28, 2019Updated: 04:03 PM May 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ালমার্টের মতো বিখ্যাত শপিং সেন্টার৷ কিন্তু সেখানেও যে নিশ্চিন্তে কেনাকাটা করবেন, তার উপায় নেই৷ আমেরিকার টেক্সাসে ওয়ালমার্টের গুদামে শপিং ব্যাগ নিতে গিয়েছিলেন এক কর্মী৷ আর সেখানেই একটা দৃশ্য দেখে তীব্র আতঙ্কে ছিটকে আসেন তিনি৷ কিছুক্ষণের জন্য কার্যত বোবা হয়ে যান৷ কী সেই দৃশ্য?

Advertisement

[আরও পড়ুন: ননদের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন পাত্রী! জানেন কোথায় ঘটে এমন?]

কেনাকাটার জন্য ঝুড়ি নিতে যেতেই তাঁর চোখে পড়ে, দুটি ঝুড়ির মাঝখানে আড়াআড়ি কুণ্ডলী পাকিয়ে রয়েছে ইয়াবড়, মোটাসোটা একটি সাপ৷ হলদেটে গায়ের উপর কালো ছোপ ছোপ৷ অন্তত ৩ থেকে সাড়ে তিন প্যাঁচে রয়েছে সাপটি৷ নির্বিকার, নিরুত্তাপ৷ অবস্থান টলে যেতে এতটুকুও বিরক্ত হয়নি৷ তবু এত বড় একটা সাপ দেখে স্নায়ু ঠিক রাখা কি সম্ভব? মোটেই না৷ ওয়ালমার্টের কর্মীকেও তাই গ্রাস করেছিল প্রবল আতঙ্ক৷

কিছুক্ষণ পর অবশ্য তাঁর মুখে বর্ণনা শুনে গুদামে ছুটে যান নিরাপত্তা রক্ষী, পুলিশ বাহিনী৷ তবে বিশেষজ্ঞদের মতে, দেখতে এত ভয়ংকর হলে কী হবে? ব়্যাটল স্নেক প্রজাতির সরীসৃপটি একেবারেই নিরীহ, নির্বিষ৷ টেক্সাসের নর্থইস্ট পুলিশ বিভাগ জন হেকম্যান নামে এক সাপুড়ের সাহায্য নিয়ে সাপটিকে উদ্ধার করে৷ নিজেরাই ফেসবুকে সাপটির ছবি দিয়ে পোস্ট করেছে৷ তার তারপরই লাইক, শেয়ারের বন্যা৷ কেউ কেউ মন্তব্য করছেন, এবার থেকে ওয়ালমার্টে গেলে নিজেদের ব্যাগই নিয়ে যাব৷ কে জানে আবার শপিং মলের ব্যাগ নিতে গেলে যদি সাপ বেরিয়ে পড়ে! কেই বা লিখছেন, এমন দৃশ্য দেখলে তো আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে যেত৷

[আরও পড়ুন: শিকারে চোখ ঈগলের, লেন্সবন্দি শিকারির দুর্লভ ছবি প্রশংসা কুড়োচ্ছে নেটদুনিয়ায়]

কিন্তু কী কারণে এত্ত বড় সাপ চলে এল একেবারে শহরের মাঝে শপিং সেন্টারে? পরিবেশবিদদের মতে, সম্ভবত টেক্সাস এলাকায় প্রবল বৃষ্টির কারণে নিজেদের বাসস্থান হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে এই ব়্যাটল স্নেকটি৷ তবে জনপ্রিয় মার্কিন রিটেলার সংস্থা ওয়ালমার্টের নিরাপত্তা নিয়ে আগেও অভিযোগ উঠেছিল৷ ২০১৭ সালেও এক ক্রেতা ফ্রিজের ভিতর থেকে ইয়োগার্ট বের করার সময়ে বেরিয়ে আসে ১২ ফুট লম্বা একটি পাইথন৷ তারপর থেকেই ওয়ালমার্টের জনপ্রিয়তা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে৷

The post ট্রলিতে ওটা কী? কুণ্ডলী পাকানো সরীসৃপ দেখে আতঙ্ক ওয়ালমার্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার