সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপান আইনত নিষিদ্ধ। কিন্তু, মদের ব্যবসা বন্ধ হয়নি। বিহারে ফের বিষমদে প্রাণহানির ঘটনা ঘটল। রোহতাস জেলার দানওয়ার গ্রামে বিষমদ খেয়ে মারা গেলেন কমপক্ষে পাঁচজন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি চারজন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজন। ঘটনায় সাসপেন্ড হয়েছেন ১২ জন পুলিশকর্মী। গ্রেপ্তার করা হয়েছে ২ জন মদ ব্যবসায়ীকে।
[সিরিয়া হওয়ার পথে কাশ্মীর, বিস্ফোরক দাবি কেন্দ্রীয় প্রতিনিধির]
গত এপ্রিল মাসে আইন করে বিহারের মদ্যপান নিষিদ্ধ বলে ঘোষণা করে নীতীশ কুমারের সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মদ ব্যবসায়ীরা। কিন্তু, তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। এতকিছুর পরেও বিহারে মদ বিক্রি বন্ধ হয়নি। গোপালগঞ্জের পর এবার রোহতাস জেলায় দানওয়ার গ্রামে বিষমদ খেয়ে প্রাণ গেল পাঁচজনের। গুরুতর অসুস্থ চারজন। ঘটনার প্রতিবাদে দানওয়ার গ্রামে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিষমদের কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। শাহাবাদ রেঞ্জের ডিআইজি মহম্মদ রেহমান জানিয়েছেন, মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বিষমদে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনায় স্থানীয় থানার ১২ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে বিহার সরকার। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এদিকে এই ঘটনায় নীতীশ কুমার সরকারের কড়া সমালোচনা করেছে বিরোধী দল আরজেডি। লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব বলেন, ‘এপ্রিলে মদ নিষিদ্ধ হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার বিহারে বিষমদে মৃত্যুর ঘটনা ঘটল। জোটে থাকার সময়ে মদ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছিলাম। কিন্তু, এখন মনে হচ্ছে নিষেধাজ্ঞা শুধু খাতায়-কলমে।’
[বিজেপি বিধায়কের স্বামীর দাদাগিরি, টোলপ্লাজার কর্মীদের বেধড়ক মার]
প্রসঙ্গত, গত আগস্ট মাসে বিহারের গোপালগঞ্জে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের। মদ নিষিদ্ধ হওয়ার পর, সেবারই প্রথমবার বিহারের বিষমদে প্রাণহানির ঘটনা ঘটেছিল।
[টিটি শটে ইন্টারনেট মাতাচ্ছেন ৬৯ বছরের বৃদ্ধা]
The post ফের বিহারে বিষমদের থাবা, রোহতাস জেলায় মৃত ৫ appeared first on Sangbad Pratidin.