সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ দিনের মার্কিন সফরে মোদি সরকারকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিকে সামনেই মোদির আমেরিকা সফর। তার আগে হোয়াইট হাউস ভারতের গণতন্ত্রের সুখ্যাতি করেছে। আর এরপরই গেরুয়া শিবিরের খোঁচা,আমেরিকার এই প্রশংসা রাহুলের মুখে ‘জোরালো থাপ্পড়’।
সোমবারই হোয়াইট হাউস ভারতীয় গণতন্ত্রের ভূয়সী প্রশংসা করেছে। এদেশের গণতন্ত্রকে ‘বর্ণময়’ হিসেবে বর্ণনা করে আমেরিকা জানিয়েছে নয়াদিল্লিতে গেলেই সেটা বোঝা যায়। ভারতের গণতন্ত্রের বিপণ্ণতা নিয়ে উদ্বেগকে উড়িয়ে হোয়াইট হাউসের এই বিবৃতিকেই রাহুলকে আক্রমণের ‘হাতিয়ার’ করছে বিজেপি।
[আরও পড়ুন: হনুমান দেখবেন ‘আদিপুরুষ’! প্রতি শোয়ে একটি টিকিট সংরক্ষিত ‘বজরংবলী’র জন্য]
বিজেপির মুখপাত্র সইদ জাফর ইসলাম জানিয়েছেন, ”এটাই নিয়তির পরিহাস যে রাহুল গান্ধী যেখানে নির্লজ্জের মতো আমাদের গণতন্ত্রের নিন্দা করে চলেছেন আমেরিকায় বসে, সেখানে হোয়াইট হাউস বলেছে ভারতের গণতন্ত্র বর্ণময়। কংগ্রেসের যুবরাজের গালে এটা জোরালো থাপ্পড়। প্রধানমন্ত্রী নেতৃত্বে আমাদের গণতন্ত্র সুরক্ষিত।”
প্রসঙ্গত, আগামী ২২ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সেই সফরের আগে আশাবাদী পঞ্চমুখ শীর্ষ মার্কিন কর্তাও। হোয়াইট হাউসের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল জানাচ্ছেন, তাঁর আশা মোদির মার্কিন সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে।