সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে জনপ্রতিনিধি। জনতার সমস্যা মেটাতে নিজেই কোমর বেঁধে নেমে পড়লেন বিজেপি কাউন্সিলর। বদ্ধ ম্যানহোলের জন্য বৃষ্টির জম জমছিল। সাফাই কর্মীরা তা পরিষ্কার করতে আপত্তি জানাতেই ম্যানহোল সাফ করতে নেমে পড়েন ম্যাঙ্গালুরুর বিজেপি নেতা মনোহর শেট্টি। ভিআইপি তকমা ঝেড়ে নোংরায় নেমে জনপ্রতিনিধির মতো কাজ করলেন তিনি। তাঁর এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন সবাই।
জানা গিয়েছে, সম্প্রতি ম্যাঙ্গালুরুর কাদরি কাম্বালা ওয়ার্ডের একটি নিকাশি নালা বেহাল হয়ে যায় বৃষ্টির জল জমে। খবর পেয়ে মনোহর সেখানে পৌঁছে পুরকর্মীদের ডেকে পাঠান। পুরকর্মীদের বলেন, ম্যানহোল পরিষ্কার করার জন্য। কিন্তু নোংরায় নেমে কেউ পরিষ্কার করতে চাননি। তখন বাধ্য হয়ে ম্যানহোলে নেমে পড়েন মনোহর। তিনি পোশাক পালটে ম্যানহোলে নামতেই সবাই অবাক হয়ে যান। এরপর নিজে হাতে দায়িত্ব নিয়ে জমা নোংরা সাফ করেন তিনি।
[আরও পড়ুন: করোনা হটস্পট কানপুরের হোম, খবর সংগ্রহে গিয়ে পুলিশের হাতে ‘আক্রান্ত’ সাংবাদিক]
মনোহরের এই কাজ জানাজানি হতেই সবাই খুব প্রশংসা করেন। সেইসঙ্গে স্থানীয় পুরসভার নিন্দায় মুখর হন সবাই। পুরকর্মীদের কাজ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। যেখানে কাউন্সিলরকে নিজে ম্যানহোলে নেমে নোংরা সাফ করতে হচ্ছে সেখানে নাগরিক পরিষেবা সাধারণ মানুষ কীভাবে পাবেন, উঠচে প্রশ্ন।
[আরও পড়ুন: লাদাখ সংঘর্ষের জের, চিনা নাগরিকদের ঘরভাড়া দিতে নারাজ দিল্লির হোটেল অ্যাসোসিয়েশন]
The post নোংরা সাফ করতে নিজেই ম্যানহোলে নেমে পড়লেন বিজেপি কাউন্সিলর appeared first on Sangbad Pratidin.