shono
Advertisement

আইটেম ডান্সার স্বপ্না চৌধুরিকে ‘অশ্লীল’ইঙ্গিত করলেন বিজেপির বিধায়ক

বিগবস খ্যাত স্বপ্নাদেবীর কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনায় কটাক্ষ বিজেপি নেতার। The post আইটেম ডান্সার স্বপ্না চৌধুরিকে ‘অশ্লীল’ ইঙ্গিত করলেন বিজেপির বিধায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:11 PM Jun 25, 2018Updated: 03:06 PM Jun 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার আইটেম ডান্সার স্বপ্না চৌধুরিকে ‘ঠুমকে লাগানেওয়ালে’ বললেন বিজেপির বিধায়ক। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে নামতে পারেন হরিয়ানার গায়িকা ও নর্তকী স্বপ্না চৌধুরি। সংবাদ মাধ্যমের কাছে এই খবর পেয়েই তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক। এই নর্তকীকে ‘ঠুমকে লাগানেওয়ালে’ বললেন বিজেপি বিধায়ক অশ্বিনীকুমার চোপড়া। সাংবাদিকরা তাঁকে বলেন, লোকসভা নির্বাচনের আগেভাগে কংগ্রেসে যোগ দিতে পারেন স্বপ্না চৌধুরি। এহেন খবর শুনেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন বিধায়ক চোপড়া। তিনি বলেন, ‘কংগ্রেসে একজন ঠুমকে লাগানেওয়ালে রয়েছেন। তিনি ঠুমকা নেচে দর্শক মনোরঞ্জন করবেন নির্বাচনে জেতার জন্য কাজকর্ম করবেন সবটাই কংগ্রেসের ব্যাপার।’

Advertisement

[সেনাকর্তার সঙ্গে অবৈধ সম্পর্কে নারাজ হয়েই খুন মেজরের স্ত্রী]

উল্লেখ্য, গত শুক্রবারেই দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে যান হরিয়ানার নর্তকী ও গায়িকা স্বপ্না চৌধুরি। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেন। এই সাক্ষাতের পর থেকেই স্বপ্না চৌধুরির কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাংবাদিকরা বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক অশ্বিনীকুমার চোপড়াকে প্রশ্ন করতেই তিনি কটাক্ষ শুরু করেন। এক টুইট বার্তাতেই ওই আইটেম ডান্সারকে ‘ঠুমকে লাগানেওয়ালে’ বলেন বিধায়ক

বলাবাহুল্য, গায়িকা-নর্তকী স্বপ্না চৌধুরি তাঁর বিতর্কিত গানের জন্য বেশি প্রচার পেয়ে যান। ২০১৬-তে তিনি নিজেই সেই গানের সঙ্গে পারফর্মও করেন। রিয়ালিটি শো ‘বিগ বস-১১’ তেও তাঁকে দেখেছে দর্শক। এমন একজন সেলিব্রিটির সঙ্গে রাজনৈতিক যোগসূত্রতা নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। হরিয়ানার রাজ্যরাজনীতিতে এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জানা যায় হরিয়ানায় কংগ্রেসের হয়ে প্রচারে নামছেন নর্তকী স্বপ্না চৌধুরি। তিনি নিজেই সাংবাদিকদের কাছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশংসা করেছেন। দিন তিনেক আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দেন, তাঁর দারুণ পছন্দের ব্যক্তিত্ব রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। তাই তাঁদের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন। কংগ্রসের হয়ে আগামী লোকসভায় প্রচারও করবেন। কিন্তু কংগ্রেসকে তিনি যে আসনে বসান বিজেপিকে সেসবের ধারেকাছেও রাখেন না। কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘খারাপ সময় সকলেরই আসে। তবে একনিষ্ঠভাবে কাজ করে গেলে একসময় তা কেটেও যায়।’

[বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে হাতাহাতির জেরে মৃত্যু যুবকের]

The post আইটেম ডান্সার স্বপ্না চৌধুরিকে ‘অশ্লীল’ ইঙ্গিত করলেন বিজেপির বিধায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার