shono
Advertisement
TMC

তৃণমূল-বিজেপি সংঘর্ষে তপ্ত বাসন্তী, বোমাবাজির অভিযোগে আটক গেরুয়া শিবিরের নেতা

অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।
Published By: Subhankar PatraPosted: 09:00 PM Nov 27, 2024Updated: 09:00 PM Nov 27, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের ওই নেতার বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে আটক করেছে পুলিশ। 

Advertisement

উত্তর মোকামডিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা অশোক প্রধানের বাড়ি লক্ষ্য করে কেউ বা কারা দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। একটি বোমা ফাটে। অন্যটি বাড়ির পাশেই পড়েছিল বলে জানা গিয়েছে। বোমাবাজির ঘটনায় তাঁর বাড়ির সংলগ্ন একটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানলা, দরজা ভেঙে গিয়েছে। অ্যাসবেসটসের ছাউনি উড়ে গিয়েছে। আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরা। আগেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই তৃণমূল নেতাকে মারধর করেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 

বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, "রাতের অন্ধকারে বিজেপির একদল দুষ্কৃতী অশোক প্রধানের বাড়িতে বোমাবাজি করে। ঘটনায় তাঁর বাড়ি ও দোকানের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও তিন থেকে চারবার বিজেপির দুষ্কৃতীরা অশোকের উপর হামলা চালায়। পুলিশ খবর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।" তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ নেতাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার ভোরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
  • বাসন্তী থানা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • ওই নেতার বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement