সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবার গেল সংসদের এথিক্স কমিটিতে (Parliament Ethics Committee)। এবার ওই কমিটিই মহুয়ার বিরুদ্ধে তদন্ত করবে। পালটা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদরির বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন কৃষ্ণনগরের সাংসদ।
রবিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikanta Dube) লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লার কাছে মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। নিশিকান্তর দাবি ছিল, তৃণমূলের এই সাংসদ অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় আদানিদের (Adani Group) বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি লোকসভা থেকে আপাতত তাঁকে সাসপেন্ড করার দাবিও তোলেন নিশিকান্ত। একইসঙ্গে তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি দেন আইনজীবী অনন্ত দেহাদরি।
[আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহে সম্মতি নয় এখনই, সরকারের উপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট]
নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, টাকার বিনিময়ে প্রশ্ন তুলে মহুয়া স্বাধিকার ভঙ্গ করেছেন। এবং অপরাধমূলক ষড়যন্ত্রও করেছেন। বিজেপি (BJP) সাংসদের করা সেই অভিযোগ এবার সংসদের এথিক্স কমিটিতে পাঠালেন স্পিকার। মহুয়াও (Mohua Moitra) স্পিকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একপ্রকার চ্যালেঞ্জের সুরে তিনি বলে দিয়েছেন, আমার বিরুদ্ধে যে কোনও তদন্তকে স্বাগত।
[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সাবান তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪]
যেদিন মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিতে অভিযোগ পাঠানো হল, সেদিনই পালটা বিজেপি সাংসদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহাদরির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূল সাংসদ। এমনটা যে হতে চলেছে, তেমন ইঙ্গিত অবশ্য মহুয়া আগেই দিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, “এই সব ভুয়ো ডিগ্রিওয়ালা এবং বিজেপির (BJP) তথাকথিত প্রাজ্ঞদের বিরুদ্ধে বহু সুবিধা লঙ্ঘনের অভিযোগের বিচার বাকি আছে। আমার বিরুদ্ধে যে কোনও প্রস্তাব আপনারা সংসদে আনতে পারেন। তবে আশা করব তার আগে মাননীয় স্পিকার এই বকেয়া বিষয়গুলো মেটাবেন।”